আসসালামু আলাইকুম
আমি একজন নারী। বিগত পাচ বছর আগে ১ম স্বামীকে ডিভোর্স দিয়ে নতুন বিয়ে করি।২য় স্বামীর ঘরে আমার ৪বছরের মেয়ে আছে।। এমতাবস্থায় আমি আলেমের কাজ থেকে জানতে পারি যে আমার ডিভোর্সটি হয়নি।তারা বলে নতুন করে তালাক বা খুলা নিতে হবে। আমি আল্লাহকে ভয় করি,তাই শরিয় সম্মত সমাধান চাই। তাই কিছুদিন আগে কিছু টাকার বিনিময়ে ১ম স্বামীর কাছ থেকে খুলা তালাক গ্রহণ করি।
এখন সমস্যা হচ্ছে যেহেতু আমাকে আমার ২য় স্বামীকে বিয়ে করার জন্য ইদ্দত পালন করতে হবে। কিন্তু টেস্টের মাধ্যমে জানা যায় যে আমি দুই মাসের গর্ভবতী।
এই মুহূর্তে আমি মহাবিপদে।পারছি না বাবার বাড়িতে গিয়ে থাকতে। এদিকে সমাজে মান সম্মানের ভয়। পারছি না বিয়ে করতে। এই অবস্থায় ২য় স্বামীর বাসায় আছি আলাদা করে।
এখন আপনার কাছে আবেদন এই আমি আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা কে ভয় করি, আমার সার্বিক দিক বিবেচনা করে শরীয় সমাধান দেবেন।
১ এই অবস্থায় আমার ২য় স্বামীকে নতুন করে বিয়ে করতে কি ইদ্দত পালন করতে হবে?? হলে কতদিন??
২ বাচ্চা কি অবৈধ? অবৈধ হলে নষ্ট করা কি জায়েজ হবে?