আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহি ওয়া বারকাতুহু।
আসসালামু আলাইকুম,আমার জীবন এর কঠিন বিপদের কথা লিখছি।
আমি জানি আল্লাহ সর্বশক্তিমান, তিনি অনেক অসম্ভব বিপদ ও সহজ করে দিতে পারেন।
আমি গত ৪ বছর আগে একজন পুরুষ এর সাথে ব্যাভিচার এ জড়িয়ে পড়ি,কিন্তু ২০২০ সালে আমার হুশ ফিরে,অন্তরে ভয় আসে।আমি আস্তে আস্তে নিজেকে এতোটাই পরিবর্তন হয়েছি যে আমি নামাজ পড়তে না পারলে আমার অস্থিরতা কাজ করে ছটফট লাগে,আমি এতোটাই পরিবর্তন হয়েছি যে কারো বিষয় এ সামান্য কথা বলার আগেও বিবেচনা করি এটা গীবত হবে কিনা,আমি গান শোনা,মুভি দেখা,সকল কিছু বাদ দিয়েছি একদম সকল কিছু ঠিক যতোখানি সম্ভব আমার দ্বারা,,,কিন্তু যেই সম্পর্কে জরিয়েছিলাম আজ থেকে ৪ বছর আগে সেই পুরুষ আমাকে বিবাহ করার জন্য জোড় করা স্বত্তেও আমি তাকে বিবাহ করার জন্য আমার পরিবার কে রাজি করাতে পারছিনা,,,,,,,এখন তাকে ছেড়ে দিতে চাইলেও সে আমাকে বলেন তুমি যদি ইসলাম মানো তাহলে তোমার এটাও মানতে হবে যে আমি একটা সরকারি চাকুরি করি,তোমার ভরনপোষণ দেওয়ার মতো যথেষ্ট রোজগার আমার আছে এবং থাকার জন্য সরকারি আবাসস্থল আছে তাহলে আমাকে কেনো বিয়ে করবেনা?তার সাথে কথা বলা বন্ধ করে দিলে সে আমার জন্য আমার পাড়া প্রতিবেশী আত্মিয় দের ফোন দেয় এবং আমি যথেষ্ট অপমানিত হই যে আমি এত্তো হারাম হালাল শিখাই অথচ আমার এমন নিজের ই ঠিক নেই,,,,সে আমাকে পরিষ্কার বলে দিয়েছেন যে তুমি যদি বিয়ে না করো তাহলে এইভাবে ই সম্পর্কে থাকো,নয়তো আমাদের সম্পর্কের প্রথম দিকের যত্ত ব্যাক্তিগত ছবি আছে তা আমি তোমার পরিবার কে দেখাবো(যেটা আমার জন্য খুবই লজ্জাজনক এমনকি অন্য কাউকে বিবাহ করে হালাল সম্পর্কে গেলে সেই সামী কে গিয়ে দেখিয়েও তোমাকে যেকোনো মূল্যে আমার করবো)যাইহোক উনি তো বিবাহ করতেই চান,যথেষ্ট সামর্থ্য ও আছে,,,,,, ঝামেলা হচ্ছে আমার পরিবার থেকে,,,,,,, আমার বাবা অনেক ধনী, অযথা অনেক সম্পদ পরে আছে,,,,,তিনি সেগুলো কে পুজি করে রেখে দিয়েছেন আমরা ভবিষ্যতে খাবো বলে এমন কি আমার বাবা নিজের জন্য ভালো কোনো পোশাক ও কেনেন না,নিজে ভালো খাবার ও খাননা,,,,শুধুমাত্র আমার পড়াশোনার জন্য টাকা খরচ করে যাচ্ছেন,আমি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ি,মাসিক বেশ মোটা অংকের টাকা বাবা আমাকে দেন পড়াশোনার খরচ বাবদ।
ঐ যে বললাম আমার বাবা অনেক ধনী, আমাদের দ্বোতলা একটি ভবন রয়েছে থাকার জন্য,কিন্তু যেই পুরুষ এর সাথে আমি এমন বিশ্রী ভাবে জড়িয়ে গিয়েছি ওনার নতুন চাকুরী বিধায় হুট করেই এত্তো বিশাল বিল্ডিং করতে পারছেন না, ওনার পক্ষে যতোদুর সম্ভব উনি কাজ করছেন বিল্ডিং এর পেছনে অলরেডি কয়েক লাখ টাকা খরচ করে ফেলেছেন,এখন লাষ্ট এ এসে আটকে গেছেন,আর আটকে যাওয়াতে একটা মানসম্মত ড্রয়িং রুম করতে পারছেন না এবং আমার বাবাকে তার বাসায় নিয়ে বসিয়ে আপ্যায়ন করতে পারছেন না কেননা আমার বাবা হাইফাই পরিবেশ নাহলে আমাকে তার কাছে বিয়ে দিতে সম্মত হবেন না।।
এখন বাবাকে রাজি না করানো গেলে আমি ব্যাভিচারিনী অবস্থায় মারাও যেতে পারি যতোদিন না আমার প্রেমিক এর ড্রয়িং রুম বাসার পরিবেশ আমার বাবার মনমতোন হয়।যেটা আমার এবং আমার প্রেমিক দুজনের জন্যই খুব ভয়ংকর হবে মৃত্যুর পরের জীবন এ,,,,,,আবার আমার এই ব্যাভিচার এর জন্য আমার বাবা ভাই ও দাইয়ুস হয়ে গুনাহগারী হচ্ছেন।
কিন্তু আমি যদি চাই খুব সহজেই আমি যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়া বাবদ টাকা নিই বাবার থেকে তা কিছুটা বাড়িয়ে নিলেই দুই বা তিন মাসে মোট যে টাকা হবে তা দিয়ে খুব সুন্দর ভাবে ড্রয়িং রুম টা অর্গানাইজ করা সম্ভব, যেটা দেখে আমার বাবা ভাই খুশি হয়ে বিয়ে তে অগ্রসর হবেন রাজি হবেন,,, তাতে আমার জীবন হালাল হবে।এই ভয়ংকর ব্যাভিচার এর জীবন থেকে বেচে যাবো। এবং আমার বাবাও বাচবেন দাইয়ুস হওয়া থেকে(যদিও লজ্জার বিষয় তবুও বলি,আমি বস্তুত পরিনত হয়ে যাওয়াতে জীবন সংগীর প্রয়োজন বোধ ও করি,সেক্ষেত্রে বিবাহ করা টা আমার জন্য খুবই জরুরি)
যাইহোক এখন আমার প্রশ্ন হচ্ছে আমি যদি এই ব্যাভিচার এর ভয়ংকর পাপ থেকে বাচতে আমার বাবাকে রাজি করাতে,বস্তুত প্রেমিক এর বাসার পরিবেশ বাবার মন মতো করার জন্য বাবার থেকে পড়াশোনা বাবদ যা খরচ লাগে তার থেকে কিছু পরিমান বেশি পরিমাণ এ টাকা নিয়ে জমিয়ে আমার প্রেমিক কে দিই এবং আমার বাবাকে বিয়ের জন্য রাজি করাতে সক্ষম হওয়ার পরে বিয়ে করার কয়েক মাস পরে টাকা জমিয়ে বাবাকে ফেরত দিয়ে দিই,অথবা বাবার থেকে প্রাপ্য সম্পত্তির কিছু অংশ কম নিই তাহলেও কি এই যে কিছু পরিমান বেশি টাকা নেওয়া এবং জমানো ব্যাভিচার থেকে বাচতে চাওয়ার জন্য এটা গুনাহ হবে??আসলে আমি নিরুপায়। উত্তর দিবেন আমার জন্য উত্তর জানা অতিব জরুরি। আমার অনেক গুনাহ হচ্ছে,কিন্তু বাবা ভাই বোঝেন না, তারা উচ্চ পরিবার,ধনী পরিবার চান,অথচ যিনি আমাকে বিয়ে করতে চাচ্ছেন তার আমাকে ভরনপোষণ দেওয়ার মতো যথেষ্ট রোজগার আছে।
একজনের পক্ষ থেকে প্রশ্ন।
জাযাকুমুল্লহু খয়রন।