আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাইখ আমি একজন নওমুসলিমা। আমি এখনো আমার পরিবারের সাথেই থাকি, বাসায় কেউ জানে না, 18 বছর হওয়ার আগে জানিয়ে দিলে আমার পক্ষে দ্বীন পালন অনেক কঠিন হয়ে যাবে। আমি সব সময় চেষ্টা করি সতর ঢেকে সালাত আদায় করতে, কিন্তু পরিস্থিতির জন্য মাঝে মাঝে আমায় ইশারায় সালাত আদায় করতে হয়, আর তখন মাথায় কাপড় দিতে পারি না, তাই মাথায় কাপড় না দিয়ে আমি যদি ইশারায় সালাত আদায় করে নেই, তাহলে আমর কি গুনাহ হবে?? মূলত আমার পরিস্থিতি ভিন্ন হওয়ায়, এইভাবে সালাত আদায় করতে মাঝে মাঝে, এতে কি আমার গুনাহ হবে?