আসসালামু-আলাইকুম। আমি আগে একটি গুনাহে আসক্ত ছিলাম। গুনাহের পরে তওবা করে আবার গুনাহ করে ফেলতাম। বারবার চাইছিলাম এই গুনাহ হতে কোনোভাবে বের হতে। একদিন ভাবলাম শুধু তওবা করে আমি এই গুনাহ হতে বের হতে পারতেছি না, তাই এমন কিছু করতে হবে যাতে এই গুনাহ আর কখনো না করি।
তাই পরেরবার আল্লাহর কাছে মাফ চাওয়ার সময় বলেছিলাম, “হে আল্লাহ, আমি এই গুনাহ আর কখনো করব না। যদি এই গুনাহ আরেকবার করি তাহলে তুমি আমাকে জাহান্নামে দিবে।”
ভেবেছিলাম যেহেতু এই গুনাহ আরেকবার করলে শাস্তি হিসেবে আমি জাহান্নাম চেয়েছি, সেহেতু সেই ভয়ে এই গুনাহ আর কখনো করব না। কিন্তু পরে আমি সেই একই গুনাহ আবার কয়েকবার করে ফেলেছি, আল্লাহ মাফ করে দিবে এই আশায়। পরে তওবাও করেছি।
কয়েক বছর পর এখন ওই কথার জন্য খুব পেরেশানিতে ভুগছি। গুনাহ থেকে বের হওয়ার জন্য আল্লাহর কাছে জাহান্নাম চেয়ে সেই গুনাহ আবার করেছিলাম। না জানি এত বড় গুনাহের জন্য আল্লাহ আমাকে মাফ করে কিনা। আমার মাফ পাওয়ার কি কোনো আশা আছে? দয়া করে যদি জানাতেন। জাজাকাল্লাহু খাইরান।