১.আমি যখন কোরআন শরীফ কোনো কাপড় বা কিছু দারা ঢেকে রাখি প্রায় প্রতিদিনি ইদুরের নাকি কিসের জেনো ছোটো ছটো চালের দানার মতো কালো ২,৩ টা শুকনো নাদি ওই কাপড় এর উপর পড়ে থাকে .. সেই জন্য আমি ২ টা কাপড় দারা কোরআন শরীফ ঢেকে রাখি যখন ওই ২,৩,৪ টা শুকনো নাদি ওই কাপড় এর উপর পড়ে তখন সেই নাদি গুলো আমি ঝেড়ে ফেলি, বা সরিয়ে ফেলি..
এক্ষেত্রে আমার কি কোনে গুনাহ হবে... এমন প্রায়দিন হলে?