আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
266 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (65 points)
edited by
আসসালামু 'আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।

১,স্ত্রী যদি অস্পষ্ট বা সরাসরি শব্দ দ্বারা না বলে অন্য শব্দ দ্বারা তালাক চায় এর উত্তরে স্বামী সম্মতি সূচক কথা বললে তালাক হবে কি?মানে স্বামী নিয়ত ছাড়া সম্মতিতে বলবে কিন্তু সে বুঝতে পারছে যে স্ত্রী তালাক চাচ্ছে।

২, ১নং ক্ষেত্রে স্বামী বুঝতে পারেনি যে স্ত্রী তালাক চাচ্ছে তখন যদি স্বামী সম্মতি দেয় স্বাভাবিক কথা মনে করে

৩, ১নং ক্ষেত্রে স্বামী যদি বুঝতে পেরে নিয়ত সহ দেয় সম্মতি?

৪, স্ত্রী যদি সরাসরি তালাক এর কথা অর্থাৎ স্পষ্ট ভাষায় দেয় তাহলে স্বামীকে যদি জোর করতে থাকে এর জবাব দিতে স্বামী অনিচ্ছায় সম্মতি দেয় তাহলে?।

৫,স্ত্রী যদি শর্তযুক্ত তালাক চায়,যা অমুক কাজ হলে বা ঘটলে বা করলে আমি তালাক হব সেসব ক্ষেত্রে স্বামী সম্মতি দিল  কিন্তু নিয়ত ছাড়া তাহলে?

সম্মতি বলতে 'হ্যা/আচ্ছা/ঠিক আছে/হুম এসব শব্দ বলা।সরাসরি তালাক টাইপ কথা বুঝাচ্ছিনা


৬, কেউ তালাকের উদ্দ্যেশ্যে যদি বলে আমি ব্যাচেলর তাহলে স্ত্রী তালাক হবে?

1 Answer

0 votes
by (590,550 points)
edited by

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
মুযাকারায়ে তালাক বা তালাকের আলোচনা
وَفِي حَالَةِ مُذَاكَرَةِ الطَّلَاقِ يَقَعُ الطَّلَاقُ فِي سَائِرِ الْأَقْسَامِ قَضَاءً إلَّا فِيمَا يَصْلُحُ جَوَابًا وَرَدَّا فَإِنَّهُ لَا يُجْعَلُ طَلَاقًا كَذَا فِي الْكَافِي
তালাকের আলোচনার পরিস্থিতিতে সকল প্রকার কেনায়া তালাকে তালাক পতিত হবে।তবে যে শব্দগুলো তালাকের আবেদনের জবাব এবং রদ উভয়টা বুঝাবে,সে শব্দুগুলো দ্বারা তালাক পতিত হবে না।(ফাতাওয়ায়ে হিন্দিয়া-১/৩৭৫)

প্রশ্ন জাগে,মুযাকারায়ে তালাক কাকে বলে?
এ বিষয়ে রদ্দুল মুহতারে বর্ণিত রয়েছে,
"(قَوْلُهُ: وَهِيَ حَالَةُ مُذَاكَرَةِ الطَّلَاقِ) أَشَارَ بِهِ إلَى مَا فِي النَّهْرِ مِنْ أَنَّ دَلَالَةَ الْحَالِ تَعُمُّ دَلَالَةَ الْمَقَالِ قَالَ: وَعَلَى هَذَا فَتُفَسَّرُ الْمُذَاكَرَةُ بِسُؤَالِ الطَّلَاقِ أَوْ تَقْدِيمِ الْإِيقَاعِ كَمَا فِي اعْتَدِّي ثَلَاثًا وَقَالَ قَبْلَهُ الْمُذَاكَرَةُ أَنْ تَسْأَلَهُ هِيَ أَوْ أَجْنَبِيٌّ الطَّلَاقَ".
( كتاب الطلاق، بَابُ الْكِنَايَاتِ، ٣ / ٢٩٧)
মুযাকারায়ে তালাকের অর্থ হল, স্ত্রীর পক্ষ থেকে স্বামীর নিকট তালাকের আবেদন করা ,অথবা তৃতীয় কোনো ব্যক্তির পক্ষ থেকে স্বামীর নিকট তালাকের আবেদন এবং তামান্না করা। এই উভয় প্রকারকে 'মুতালাবায়ে তালাক' নামে অভিহিত করা হয়।তাছাড়া স্বামী যদি ইতিপূর্বে স্ত্রীকে এক বা দুই তালাক দিয়ে থাকে,তাহলে এদ্বারাও মুযাকারায়ে তালাক প্রমাণিত হবে।এই তৃতীয় প্রকারকে  তাকদীমূল ঈ'কা বলা হয়ে থাকে।(রদ্দুল মুহতার-৩/২৯৭)

(দারুল ইফতা বিন্নুরী, পাকিস্তান,ফাতাওয়া নং- 144106200277)

এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/1049

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১)
স্ত্রী যদি অস্পষ্ট বা সরাসরি শব্দ দ্বারা না বলে অন্য শব্দ দ্বারা তালাক চায় এর উত্তরে স্বামী সম্মতি সূচক কথা বলে, তাহলেও তালাক হয়ে যাবে।

(২)
১নং ক্ষেত্রে স্বামী যদি বুঝতে না পারে, যে স্ত্রী তালাক চাচ্ছে তখন যদি স্বামী সম্মতি দিলে, তালাক হবে না।

(৩)
১নং ক্ষেত্রে স্বামী যদি বুঝতে পেরে সম্মতি দেয়,তাহলে তালাক হবে।

(৪)
প্রশ্নটি অস্পষ্ট। স্পষ্ট করে কমেন্টে লিখেন।

(৫)
স্ত্রী যদি শর্তযুক্ত তালাক চায়,যা অমুক কাজ হলে বা ঘটলে বা করলে আমি তালাক হব সেসব ক্ষেত্রে স্বামী সম্মতি দিল,তাহলে শর্ত পাওয়া গেলেই তালাক পতিত হবে।এখানে নিয়তে কার্যকর নয়।

(৬)
কেউ তালাকের উদ্দ্যেশ্যে যদি বলে আমি ব্যাচেলর তাহলে স্ত্রী তালাক হবে না।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (590,550 points)
সংযোজন ও সংশোধন করা হয়েছে।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...