আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

+1 vote
208 views
in হালাল ও হারাম (Halal & Haram) by (18 points)
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ হযরত,

প্রশ্নটা আমার বান্ধবী পক্ষে থেকে করা।

আমার বান্ধবী একটা হিন্দু পরিবারের বাচ্চাকে পড়ায়।টিউশনির টাকা যে দেয় সে নার্সিং পেশায় যুক্ত আছে।বান্ধবী ঐ বাসার কোন খাবার চা, কফি,পানি বাদে খায় না।আর এক ওয়াক্ত নামাজ ঐ বাসায় আদায় করতে হয়।যখন আদায় করে তখন ঐ ঘরে থাকা একটা পুতুলকে ঢেকে তারপর নামাজ আদায় করে।ও হঠাৎ টিউশনির টাকা হালাল নাকি হারাম নিয়ে চিন্তা করছে।

১/ ওর টিউশনির টাকা কি হারাম হবে?যেহেতু হিন্দু পরিবার সে হিসেবে জানতে চাওয়া।

২/ ঐ বাসায় নামাজ আদায় করলে নামাজ হবে? বা কিভাবে নামাজ আদায় করবে?

৩/ ওর জন্য টিউশনিটা ছেড়ে দেওয়া কি উত্তম হবে?

জাযাকাল্লাহু তা'আলা খইর।

1 Answer

+1 vote
by (62,670 points)
edited by

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।

বিসমিল্লাহির রাহমানির রাহিম।

জবাবঃ

কুরআনুল কারীমে আল্লাহ তা'আলা ঘোষণা দিয়েছেন,

ﻭَﻻَ ﺗَﻌَﺎﻭَﻧُﻮﺍْ ﻋَﻠَﻰ ﺍﻹِﺛْﻢِ ﻭَﺍﻟْﻌُﺪْﻭَﺍﻥِ ﻭَﺍﺗَّﻘُﻮﺍْ ﺍﻟﻠّﻪَ ﺇِﻥَّ ﺍﻟﻠّﻪَ ﺷَﺪِﻳﺪُ ﺍﻟْﻌِﻘَﺎﺏِ

সৎকর্ম ও খোদাভীতিতে একে অন্যের সাহায্য কর। পাপ ও সীমালঙ্ঘনের ব্যাপারে একে অন্যের সহায়তা করো না। আল্লাহকে ভয় কর। নিশ্চয় আল্লাহ তা’আলা কঠোর শাস্তিদাতা। সূরা মায়েদা, আয়াত নং-২

 

হাদিস শরীফে এসেছে-

حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنِ الأَعْمَشِ، عَنْ مُجَاهِدٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عُمَيْرٍ، عَنْ أَبِي ذَرٍّ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " جُعِلَتْ لِيَ الأَرْضُ طَهُورًا وَمَسْجِدًا " .

আবূ যার (রাঃ) থেকে বর্ণিতঃ তিনি বলেনরসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ আমার জন্য (অর্থাৎ আমার উম্মাতের জন্য) সমগ্র জমিনকে পবিত্র এবং মসজিদ (সাজদাহ্র স্থান) বানানো হয়েছে। সুনানে আবু দাউদহাদিস নং- ৪৮৯

হাদিসের মানঃ সহিহ হাদিস

নন মাহরামকে প্রাইভেট পড়ানো সম্পর্কে বিস্তারিত জানুন- https://ifatwa.info/2780/

 

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী বোন!

 

১-৩. হ্যাঁ, হিন্দুদের ছোট বাচ্চাদের পড়ানো যাবে। তবে হিন্দু ধর্ম শিখানো যাবে না। হিন্দু ধর্ম নিয়ে কোনো প্রকার সাহায্য সহযোগিতা করা জায়েয হবে না। আরো জানুন- https://ifatwa.info/54498/?show=54498#q54498

উল্লেখ্য যে, তাদের বাচ্চাদের পড়ানোর সুবাদে তাদের মাঝে দাওয়াতী কাজও করতে পারেন। তাহলে পড়ানোর পাশা পাশি তাদেরকে কৌশলে দাওয়াত দেওয়ার কারণে সওয়াবও হয়ে গেলো। 

২. হ্যাঁনামাজের জায়গা পাক পবিত্র থাকলে হিন্দুদের বাড়ীতেও নামাজ পড়া যাবে। এতে কোনো সমস্যা নেই।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী আব্দুল ওয়াহিদ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...