ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ
কুরআনুল কারীমে আল্লাহ তা'আলা ঘোষণা
দিয়েছেন,
ﻭَﻻَ ﺗَﻌَﺎﻭَﻧُﻮﺍْ
ﻋَﻠَﻰ ﺍﻹِﺛْﻢِ ﻭَﺍﻟْﻌُﺪْﻭَﺍﻥِ ﻭَﺍﺗَّﻘُﻮﺍْ ﺍﻟﻠّﻪَ ﺇِﻥَّ ﺍﻟﻠّﻪَ ﺷَﺪِﻳﺪُ ﺍﻟْﻌِﻘَﺎﺏِ
সৎকর্ম ও খোদাভীতিতে একে অন্যের সাহায্য কর। পাপ ও সীমালঙ্ঘনের ব্যাপারে একে
অন্যের সহায়তা করো না। আল্লাহকে ভয় কর। নিশ্চয় আল্লাহ তা’আলা কঠোর শাস্তিদাতা।
সূরা মায়েদা, আয়াত নং-২
হাদিস শরীফে এসেছে-
حَدَّثَنَا عُثْمَانُ
بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنِ الأَعْمَشِ، عَنْ مُجَاهِدٍ، عَنْ
عُبَيْدِ اللَّهِ بْنِ عُمَيْرٍ، عَنْ أَبِي ذَرٍّ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ
صلى الله عليه وسلم " جُعِلَتْ لِيَ الأَرْضُ طَهُورًا وَمَسْجِدًا " .
আবূ যার (রাঃ) থেকে বর্ণিতঃ তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ আমার জন্য (অর্থাৎ
আমার উম্মাতের জন্য) সমগ্র জমিনকে পবিত্র এবং মসজিদ (সাজদাহ্র স্থান) বানানো
হয়েছে। সুনানে আবু দাউদ, হাদিস নং-
৪৮৯
হাদিসের মানঃ সহিহ হাদিস
নন মাহরামকে প্রাইভেট পড়ানো সম্পর্কে বিস্তারিত জানুন- https://ifatwa.info/2780/
★ সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী বোন!
১-৩. হ্যাঁ, হিন্দুদের ছোট বাচ্চাদের পড়ানো যাবে। তবে হিন্দু ধর্ম
শিখানো যাবে না। হিন্দু ধর্ম নিয়ে কোনো প্রকার সাহায্য সহযোগিতা করা জায়েয হবে না। আরো জানুন- https://ifatwa.info/54498/?show=54498#q54498
উল্লেখ্য যে, তাদের বাচ্চাদের পড়ানোর সুবাদে তাদের মাঝে
দাওয়াতী কাজও করতে পারেন। তাহলে পড়ানোর পাশা পাশি তাদেরকে কৌশলে দাওয়াত দেওয়ার
কারণে সওয়াবও হয়ে গেলো।
২. হ্যাঁ, নামাজের জায়গা পাক পবিত্র থাকলে হিন্দুদের বাড়ীতেও নামাজ পড়া যাবে। এতে কোনো সমস্যা
নেই।