বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ
হাদীস শরীফে এসেছে-
عَنْ أَبِي هُرَيْرَةَ،
قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ يَقُولُ " مَنْ
جَاءَ مَسْجِدِي هَذَا لَمْ يَأْتِهِ إِلاَّ لِخَيْرٍ يَتَعَلَّمُهُ أَوْ يُعَلِّمُهُ
فَهُوَ بِمَنْزِلَةِ الْمُجَاهِدِ فِي سَبِيلِ اللَّهِ وَمَنْ جَاءَ لِغَيْرِ
ذَلِكَ فَهُوَ بِمَنْزِلَةِ الرَّجُلِ يَنْظُرُ إِلَى مَتَاعِ غَيْرِهِ "
.
আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিতঃ আমি রসূলুল্লাহ
(সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে বলতে শুনেছিঃ যে ব্যক্তি আমার এই মাসজিদে
কোন উত্তম বিষয় শিক্ষা দানের জন্য বা শিক্ষা লাভের জন্য আসে, সে আল্লাহ্র
রাস্তায় জিহাদরত ব্যক্তির মর্যাদাসম্পন্ন স্থানীয়। আর যে ব্যক্তি ভিন্নতর
উদ্দেশ্যে আসে, সে অপরের সম্পদের প্রতি লোলুপ দৃষ্টি নিক্ষেপকারীর তুল্য।
সুনানে ইবনে মাজাহ, হাদীস নং-২২৭
★ সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
১. জ্বী হ্যাঁ, মসজিদের
মধ্যে বৈধ ও ইসলামী শরীয়াহ সম্মত যে কোনো ইলম অর্জন করা জায়েজ। যেমন, মেডিকেল, ব্যবসা-বাণিজ্য, ইঞ্জিনিয়ারিং,
বাংলা, ইংরেজী ইত্যাদির জ্ঞান অর্জন করলেও
সওয়াব পাওয়া যাবে যখন এগুলোর দ্বারা জাতীর খেদমত ও উপকার করার নিয়তে অর্জন করা হবে
এবং ইসলামের পক্ষে কাজ করার জন্য শেখা হবে।
উল্লেখ্য যে, ইসলাম বিদ্বেষী কোনো বই মসজিদে, এমনকি মসজিদের বাইরেও পড়া জায়েজ হবে না।
২. পারিবারিক আদব আখলাক, বিবাহ,
স্বামী-স্ত্রীর দায়িত্ব কর্তব্য, মোহর
ইত্যাদির জ্ঞান নি:সন্দেহে দ্বীনি জ্ঞানের অন্তর্ভুক্ত। কারণ, এগুলো না জানলে সে পারিবারিক ও সামাজিক ইত্যাদির ক্ষেত্রে
ইসলামী কানুন বাস্তবায়ন করতে পারবে না। তবে এগুলো ইসলামীক কোনো বই থেকে পড়তে হবে।
কারণ, নাস্তিক বা ইসলাম বিদ্বেষীদের বই থেকে এগুলোর কিছুই
শেখার নেই। বরং সেখান থেকে শিখলে আরো গোনাহ হবে।