আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
111 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (40 points)
১/মসজিদের মধ্যে যে-কোন জ্ঞান  অর্জন (বই, কিতাব বা ফোন থেকে) কি জায়েজ?

কে যেন বলছিলো দুনিয়াবি জ্ঞান অর্জন(দুনিয়াবি পড়াশোনা) দুনিয়াবি কাজ তাই মসজিদে বসে করা যাবে না। তাই জিজ্ঞাসা করলাম।
২/পারিবারিক আদব আখলাক, বিবাহ, স্বামী স্ত্রীর দায়িত্ব কর্তব্য, মোহর ইত্যাদি সম্পর্কিত জ্ঞান দুনিয়াবি জ্ঞান নাকি দ্বীনি জ্ঞানের অন্তর্ভুক্ত?

1 Answer

0 votes
by (60,240 points)
edited by

বিসমিল্লাহির রাহমানির রাহিম।

জবাবঃ

হাদীস শরীফে এসেছে-

عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ يَقُولُ " مَنْ جَاءَ مَسْجِدِي هَذَا لَمْ يَأْتِهِ إِلاَّ لِخَيْرٍ يَتَعَلَّمُهُ أَوْ يُعَلِّمُهُ فَهُوَ بِمَنْزِلَةِ الْمُجَاهِدِ فِي سَبِيلِ اللَّهِ وَمَنْ جَاءَ لِغَيْرِ ذَلِكَ فَهُوَ بِمَنْزِلَةِ الرَّجُلِ يَنْظُرُ إِلَى مَتَاعِ غَيْرِهِ " .

আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিতঃ আমি রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে বলতে শুনেছিঃ যে ব্যক্তি আমার এই মাসজিদে কোন উত্তম বিষয় শিক্ষা দানের জন্য বা শিক্ষা লাভের জন্য আসে, সে আল্লাহ্র রাস্তায় জিহাদরত ব্যক্তির মর্যাদাসম্পন্ন স্থানীয়। আর যে ব্যক্তি ভিন্নতর উদ্দেশ্যে আসে, সে অপরের সম্পদের প্রতি লোলুপ দৃষ্টি নিক্ষেপকারীর তুল্য। সুনানে ইবনে মাজাহ, হাদীস নং-২২৭

 

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!

 

১. জ্বী হ্যাঁ, মসজিদের মধ্যে বৈধ ও ইসলামী শরীয়াহ সম্মত যে কোনো ইলম অর্জন করা জায়েজ। যেমন, মেডিকেল, ব্যবসা-বাণিজ্য, ইঞ্জিনিয়ারিং, বাংলা, ইংরেজী ইত্যাদির জ্ঞান অর্জন করলেও সওয়াব পাওয়া যাবে যখন এগুলোর দ্বারা জাতীর খেদমত ও উপকার করার নিয়তে অর্জন করা হবে এবং ইসলামের পক্ষে কাজ করার জন্য শেখা হবে।

উল্লেখ্য যে, ইসলাম বিদ্বেষী কোনো বই মসজিদে, এমনকি মসজিদের বাইরেও পড়া জায়েজ হবে না।

 

২. পারিবারিক আদব আখলাক, বিবাহ, স্বামী-স্ত্রীর দায়িত্ব কর্তব্য, মোহর ইত্যাদির জ্ঞান নি:সন্দেহে দ্বীনি জ্ঞানের অন্তর্ভুক্ত। কারণ, এগুলো না জানলে সে পারিবারিক ও সামাজিক ইত্যাদির ক্ষেত্রে ইসলামী কানুন বাস্তবায়ন করতে পারবে না। তবে এগুলো ইসলামীক কোনো বই থেকে পড়তে হবে। কারণ, নাস্তিক বা ইসলাম বিদ্বেষীদের বই থেকে এগুলোর কিছুই শেখার নেই। বরং সেখান থেকে শিখলে আরো গোনাহ হবে। 


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী আব্দুল ওয়াহিদ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...