আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
415 views
in পবিত্রতা (Purity) by (13 points)
আসসালামু  আলাইকুম।

অদৃশ‍্য নাজাসাতের কাপড় তো তিনবার  ধুতে হবে এবং প্রতিবার চিপতে হবে। সেজন্য  কোনো কাপড় ধোয়ার জন্য  বালতিতে তিনবার ভিন্ন পানি নেই।প্রতিবার ধুয়ে চিপে নতুন পানি নেই।বালতিতে এক পানিতে একটা কাপড়ই ধুই।মানে ৫ টা কাপড় ধুলে ৫ ✖৩=১৫ বার পানি নেই।এভাবে কাপড় ধুতে অনেক সময় লাগে।

বাসায় অন্যরা বলে যে আমি যেভাবে ধুচ্ছি এটা ভুল।তারা বালতিতে একবার পানি নিয়ে ওই পানিতে একটা কাপড় ধুয়ে তুলে ঐ পানিতেই আরেকটা কাপড় দিয়ে ধুয়ে তোলে।এরকম ২-৩টা কাপড় ধোয় ঐ পানিতে।এরপর নতুন পানি নিয়ে এই পানিতে ঐ কাপড়গুলো আবার একটা করে চুবিয়ে তুলে অন্য  কাপড় ঐ পানিতেই ধোয়।তারা তিনবার কাপড় ধোয় কিন্তু এক পানিতেই কয়েকটা কাপড় ধোয়।

এই নিয়মটা কি ঠিক নাকি আমার টা?

আমি সন্দেহে আছি যে ওয়াসওয়াসাজনিত কারনে আমি ভুল করছি কিনা।

1 Answer

0 votes
by (674,220 points)
edited by

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
নাপাক কাপড় ধৌত করার সময় প্রত্যেকবার ভিন্নভাবে বালতি ধুয়ে পাক করার প্রয়োজনিয়তা নাই। তৃতীয়বার কাপড়টি ধৌত করার পর বালতি এমনিতেই পাক হয়ে যাবে। তবে প্রথম ও দ্বিতীয় বার বালতি থেকে পানি সবটুকু ফেলে দিয়ে পরবর্তী বারের জন্য পানি নিতে হবে। (দুররে মুখতার-১/৩০৮, ফাতাওয়া আলমগীরী-১/৪২)

إنْ غَسَلَ ثَلَاثًا فَعَصَرَ فِي كُلِّ مَرَّةٍ ثُمَّ تَقَاطَرَتْ مِنْهُ قَطْرَةٌ فَأَصَابَتْ شَيْئًا إنْ عَصَرَهُ فِي الْمَرَّةِ الثَّالِثَةِ وَبَالَغَ فِيهِ بِحَيْثُ لَوْ عَصَرَهُ لَا يَسِيلُ مِنْهُ الْمَاءُ فَالثَّوْبُ وَالْيَدُ وَمَا تَقَاطَرَ طَاهِرٌ وَإِلَّا فَالْكُلُّ نَجِسٌ. هَكَذَا فِي الْمُحِيطِ.
যদি কেউ কাপড়কে তিনবার ধৌত করে,এবং প্রত্যেকবার নিংড়ায়, অতঃপর কাপড় থেকে পানির ফোটা কোনো জিনিষে পড়ে, যদি তৃতীয়বার ভালভাবে নিংড়ানো হয়ে থাকে,এমনভাবে যে এরপর আর নিংড়ালে কোনো পানি বের হবে না,তাহলে কাপড় থেকে যে পানি পড়বে,সেই পানি ও কাপড় এবং হাত কোনো কিছুই নাপাক বলে বিবেচিত হবে না।আর যদি নিংড়ানো না হয়ে থাকে,তাহলে তিনবার ধৌত করার পরও কাপড় থেকে ফোট ফোটা করে পরে যাওয়া পানি নাপাক বলেই গণ্য হবে। ( ফাতাওয়ায়ে হিন্দিয়া-১/৪২)
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/23740

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
আপনার ধৌত করার পদ্ধতিটিই সঠিক।তবে এভাবে পানির অপচয় হয়। তাই কয়েকটি কাপড়কে প্রথমে একসাথেই বালতিতে ভিজিয়ে ধৌত করে নিবেন। একটা একটা করে না ধৌত করে বরং একসাথে সবগুলো কাপড়কে ধৌত করে নিবেন।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (674,220 points)
সংযোজন ও সংশোধন করা হয়েছে।
by (13 points)
edited by
একসাথে ধৌত করলে আমার পদ্ধতি ঠিক কিভাবে হলো বুঝতে পারিনি।
আমার আম্মু সব কাপড় এক পানির মধ্যে ধোয়।একেকটা ওই পানি থেকে ধুয়ে তুলে চিপে নতুন পানি নিয়ে ঐ পানিতে আবার সব কাপড় এক এক করে ধোয়।এভাবে তিনবার পানি বালতিতে নেয়।কিন্তু সব কাপড় প্রতিবার এক পানিতেই ধোয়।

কিন্তু আমি প্রতিটা কাপড় তিনবার করে পানি নিয়ে ধুই।পানিতে একটা কাপড়ই ধুই।তিনবার ভিন্ন পানি বালতিতে নিয়ে ধোয়া হলে অন্য কাপড় আবার একইভাবে তিনবার ধুই।

কোনটা সঠিক? 
by (13 points)
আসসালামু  আলাইকুম।কমেন্টের উত্তরটা জানাবেন প্লিজ।জানাটা দরকার ছিল
by (674,220 points)
জ্বী, আপনার বর্ণিত পদ্ধতি ঠিকই আছে। 

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 258 views
0 votes
1 answer 324 views
...