আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ, সম্মানিত শাইখ,এক বোন জানতে চেয়েছে (সমস্যার জন্য পরিচয় দিতে চায় না)
বোনটি পরিবার বোনটিকে খুবই বিয়ের প্রেশারে রাখে।অথচ বিয়ের আল্লহর হুকুম।কোন প্রপোজাল আসলেই কেন রাজি হয় না, এসব নিয়ে খুব কটাক্ষ আচরণ করে। অথচ একজনকেও চক্ষুশীতলকারী হিসেবে পায় নি(কথা,আচরণ সবকিছুতে ভাল লাগা)পছন্দ না হলে দ্বীনদারিত্ব এসব নিয়ে কঠিন আচরণ করে। মেয়েটা আইওএম এর ২২৭ ব্যাচের স্টুডেন্ট। খুব কঠিন পরিস্থিতি নিয়ে সে পড়ে(১ম সেমি,অনেকটা চুরি করে পড়েছে,) এখানে অনেক কথা, অপমান সহ্য করতে হয়। সে পারিবারিকভাবে আগে সাহায্য সব ই করতো, সাম্প্রতিক সে অনেক অসুস্থ হয়ে পড়েছে (পারিবারিক মানসিক অত্যাচারে)ডাক্তার বোনটিকে মানসিক এর জন্য মেডিসিন দেয়। বোনটি কখনোই চায় নি অনলাইনের দারস্থ হতে বিয়ের জন্য, কারন,সে পরিপূর্ণ দ্বীনদার হয়ে চলার চেষ্টা করে। এখন প্রশ্ন
১) সে বিয়ের জন্য চেষ্টা করতে গেলে (অনলাইনে বায়ো খুজা, পাঠানো, এসব)আইওএম এর পড়ার সময় মিলাতে কষ্ট হয়,অন্যদিকে বাসার কাজ না করলে মা এর এটিটিউড এমন থাকে যেন নারাজ(এমন হলে তো আল্লহ নারাজ হবে,অথচ চায়লে হেল্পিং হ্যান্ড বাসায় রাখতে পারে) এই জিনিস নিয়ে বোনটি খুন মানসিক অস্থিরতায় ভোগে,যদি দ্বীনি পড়ার জন্য মায়ের অভিশাপ লাগে, বোনটি সব কিছুই পরীক্ষার আগ করে পড়ে পরীক্ষা দেয়। অথচ বোনটি নিজেই শারিরীক +মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছে। প্রতিনিয়ত আল্লহর সাহায্য প্রার্থনা করছে।
(বলে রাখা ভাল,অই বোন আগে সংসারের সব কাজ ই মোটামুটি করতো, এখন অসুস্থ থাকায় কোনটাই ই করতে পারে না,)
এই মুহুর্তে বোনটি কি করবে?সে কি আইওম এর পড়া ছেড়ে মা কে সাহায্য করবে?বিয়ের জন্য চেষ্টা করবে?প্লিজ সে খুব নসীহত চেয়েছে। আইওম এর কোন একজন উস্তাদ এর সাথে এই ব্যাপারে মাশোয়ারা চেয়েছে।
সে আরো চেয়েছে আপনাদের কাছে খুব করে দুয়া।
আফওয়ান, আমার লেখায় ভুল থাকলে।