জবাব
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
(০১)
ক,
শুধুমাত্র বিবাহ বৈধ করনের জন্য আহলে হাদীস থেকে হানাফি হলে অভিভাবক ছাড়া সেই বিবাহ শুদ্ধ হবেনা।
খ,
আপনার স্ত্রীর রোযা হয়ে যাবে।
তবে বিনা ওযরে দেড়িতে এভাবে ইফতারী মাকরুহ,তাই এই অভ্যাস ছেড়ে দেয়ার চেষ্টা করবে।
(০২)
হাদিস শরিফে এসেছে,আসমা রাযি. থেকে বর্ণিত,
أَنَّ النَّبِيَّ ﷺ قَالَ -فِي دَمِ الْحَيْضِ يُصِيبُ الثَّوْبَ-: «تَحُتُّهُ، ثُمَّ تَقْرُصُهُ بِالْمَاءِ، ثُمَّ تَنْضَحُهُ، ثُمَّ تُصَلِّي فِيهِ
হায়িযের রক্ত কাপড়ে লেগে যাওয়া প্রসঙ্গে রাসূলুল্লাহ ﷺ বলেছেন, ‘পানি দিয়ে ঘষা দিবে তারপর পানি দ্বারা ভালোভাবে ধৌত করবে। অতঃপর সলাত আদায় করবে।’ (বুখারী ২২৭,৩০৭)
শরীয়তের বিধান হলো কাপড়ে/ চাদরে নাপাকি লাগলে তিনবার পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে এবং প্রত্যেকবার ভালো করে চাপ দিয়ে নিংড়াতে হবে। ভালো করে নিংড়িয়ে ধোয়ার পরও যদি দুর্গন্ধ থেকে যায় কিংবা দাগ থাকে তাতে কোনো দোষ নেই। এতেই চাদর কিংবা কাপড় পবিত্র হয়ে যাবে। (হাশিয়ায়ে তাহতাবী আলাল মারাকী, পৃষ্ঠা নং ১৬১, বেহেশতি জিওর ২/৭৭ )
আরো জানুনঃ-
★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই,
নাপাক কাপড় বালতিতে ধুয়ে পাক করতে গিয়ে তিন বার সেই কাপড় ধোয়া,নিংড়ানো, আর প্রত্যেকবার পানি পরিবর্তন করার দ্বারা কাপড় সহ বালতি পাক হয়ে যায়।
,
বিস্তারিত জানুনঃ
★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই,
প্রশ্নে উল্লেখিত ছুরতে আপনার কাপড় যদি তিনবারের প্রত্যেকবার নিংড়িয়ে থাকেন,সেক্ষেত্রে আপনার কাপড় পাক হবে।
বালতিও পাক হয়ে যাবে।
নুন্যতম তিনবার না নিংড়িয়ে শুধু শেষ বার নিংড়ালে আপনার কাপড় পাক হবেনা।