আসসালামু আলাইকুম উস্তাদ।
জাযাকাল্লাহু খাইরান আমার আগের প্রশ্নাদির জাওয়াবের জন্য।
আরেকটি বিষয় জানার ছিল উস্তাদ, সেটি হল স্ত্রী নামাজরত অবস্থায় তাঁর দিকে দৃষ্টি ও সহবাসের সময়ে এমন কোন ইসলামিক ড্রেস যদি আমার স্ত্রী পরিধানরত থাকে তাহলে এতে পোশাকের অবমাননা হবে কিনা? উদাহরণস্বরূপ, রাত্রিকালের এক নামাজে আমরা একসাথে পড়ার সময়ে আমি আগে শেষ করে ওর জন্য অপেক্ষা করছি। এমতাবস্থায় ওর দিকে আমি মহব্বতের নজরে তাকাই, মানে স্বামী হিসেবে ওর জন্য মানসিক প্রশান্তির বহিপ্রকাশ হিসেবে। ওর নামাজ শেষ হতেই আমি ওকে তুলে বিছানায় নিয়ে খিমার পরিহিত অবস্থায়েই সহবাস শুরু করি, এতে ও নিজেও একটু শুরুতে ইতস্থত করে। কাজটি আসলে আকাঙ্ক্ষার তীব্রতার কারণে করে ফেলেছি উস্তাদ, এতে করে কি ইসলামিক একটা ড্রেসের কোন অবমাননা হয়েছে কিনা, আর এমনটা করতে থাকলেও কোন সমস্যা হবে কিনা মানে সাধারণ অবস্থায়েও এমন কোন ড্রেস পরিহিত অবস্থায় কাজটি করা।
অগ্রিম জাযাকাল্লাহু খাইরান উস্তাদ।