ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রহমানির রহিম।
জবাবঃ-
ইসলামে অপচয় করা থেকে কঠোর ভাবে নিষেধ করা হয়েছে।
এটি কোনোভাবেই জায়েজ নেই।
,
আল্লাহ তা'আলা বলেন-
ﺇِﻥَّ ﺍﻟْﻤُﺒَﺬِّﺭِﻳﻦَ ﻛَﺎﻧُﻮﺍْ ﺇِﺧْﻮَﺍﻥَ ﺍﻟﺸَّﻴَﺎﻃِﻴﻦِ ﻭَﻛَﺎﻥَ ﺍﻟﺸَّﻴْﻄَﺎﻥُ ﻟِﺮَﺑِّﻪِ ﻛَﻔُﻮﺭًﺍ
নিশ্চয় অপব্যয়কারীরা শয়তানের ভাই। শয়তান স্বীয় পালনকর্তার প্রতি অতিশয় অকৃতজ্ঞ।(সূরা বনী ঈসরাঈল-২৭)
,
পবিত্র কুরআনের এক জায়গায় আল্লাহ তাআলার প্রকৃত বান্দাদের কিছু পরিচয় ও বৈশিষ্ট্য আলোচিত হয়েছে। সেখানে তাদের সম্পদ ব্যয়ের নীতি উল্লেখিত হয়েছে এভাবে-
وَ الَّذِیْنَ اِذَاۤ اَنْفَقُوْا لَمْ یُسْرِفُوْا وَ لَمْ یَقْتُرُوْا وَ كَانَ بَیْنَ ذٰلِكَ قَوَامًا.
যখন তারা ব্যয় করে তখন অপব্যয় করে না, কার্পণ্যও করে না, বরং তারা আছে এতদুভয়ের মাঝে মধ্যম পন্থায়। -সূরা ফুরকান (২৫) : ৬৭
বিস্তারিত জানুনঃ-
★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই,
(০১)
প্রশ্নে উল্লেখিত ছুরতে আপনি চলে যাওয়ার সময় যদি সেখানে খাদেম না থাকে,,সেক্ষেত্রে প্রত্যেকবারই সেখানে ইবাদত রত মুছল্লিকে ফ্যান বন্ধ করার বিষয় বলে যাবেন।
(তারা নামাজ রত থাকলেও আপনি হালকা আওয়াজে বলবেন যে যাওয়ার সময় ফ্যান বন্ধ করে দিয়েন।)
এক্ষেত্রে সে যদি বন্ধ না করে,তাতে আপন দায়ী হবেননা।
আপনি আপনার কর্তব্য টুকু আদায় করেছেন,সুতরাং আপনার সমস্যা হবেনা।
পরবর্তীতে ফ্যান বন্ধ না করলে আপনি খাদেমকে বিষয়টি বুঝিয়ে দিবেন।
সেখানে অবস্থান রত কোনো মুছল্লি যদি আপনাকে বলেও দেয় যে আমাকে প্রত্যেকদিন ফ্যান বন্ধ করার কথা বলতে হবেনা,সেক্ষেত্রে তাকে প্রতিদিন বলার প্রয়োজনীয়তা নেই।
(০২)
তার সম্মতি ছাড়া এমনটি করলে আপনার গুনাহ হবে।