গতকাল একটি প্রশ্ন করেছিলাম কিন্তু স্পষ্ট উত্তর পাই নাই।প্রতিমাসে যেহেতু চারটি প্রশ্নের সুযোগ আছে, তাই তৃতীয়বার করলাম।
১.একটি 3d সফটওয়্যারে প্রাণীর অবয়ব আছে স্পষ্ট ভাবে। কিন্তু আমি এই প্রাণী ব্যাবহার করবো না। এটির ব্যাবহার না করেই আমি কাজ করবো। প্রাণীর ব্যাবহার না করে যদি কাজ করি, তাহলে কি আমার ইনকাম জায়েজ হবে?? আপনি বলেছিলেন যে এমন প্রাণীকে কেন্দ্র করে কাজ করা জায়েজ হবে না। কিন্তু প্রাণীকে কেন্দ্র না করে কাজ করলে কি তখন জায়েজ হবে???
রাগ করবেন না, হালাল পথে টাকা উপার্জন করতে চাই। আমাকে জানিয়ে সাহায্য করেন।