আসসালামু আলাইকুম আগের প্রশ্নের উত্তরের জন্য ধন্যবাদ , টেনশন মুক্ত হলাম।
১* তা*** মাসায়ালা জানার জন্য গুগল বা ইউটিউবে যে সার্চ করা হয় সেক্ষেত্রে কোন সমস্যা হয় কিনা? এতদিন বিভিন্নভাবে উত্তর পাওয়ার জন্য বিভিন্ন আকারে বা উত্তর পাওয়ার আসায় তা** লিখে গুগল বা ইউটিউবে সার্চ দিতাম এর জন্য কোন সমস্যা হবে কিনা। লিখার সময় কখনোই স্ত্রীকে উদ্দেশ্যে করে লিখা হত না শুধু মাসায়ালা জানাই উদ্দেশ্য ছিলো।
২** মাসায়ালা জানার উদ্দেশ্যে গুগলে লিখলাম **সন্দেহর ভিত্তিতে তা*** পতিত হয় কিনা? **।। এইটা লিখে গুগল সার্চ দিতে গিয়ে সন্দেহ হলো আমি কি স্ত্রীকে উদ্দেশ্য করে তা*** লিখলাম কিনা । নিজে নিজেই আবার মনে মনে উত্তর দিলাম , না আমিতো প্রশ্ন করার জন্য লিখলাম কিন্তু তার পরে মনের বিপরীতে আবারও সন্দেহ হল ,এটা নিয়ে কিছুক্ষন পর সংশয়ে পরে গেছি আমিতো তাকে উদ্দেশ্য করে লিখলাম না তারপরে সন্দেহ শুরু হতে থাকে মনে মনে ,আমি তো মাসায়ালা জানার জন্যই লিখলাম। এটা কি শয়তানের ওয়াস ওয়াসা ।এর জন্য কি আমাদের সমস্যা হবে সাংসারিক জীবনে।
৩** কিছুদিন আগে আমি আমার স্ত্রীকে ভালোবাসার প্রকাশ করতে কথার কথা বলছিলাম""যদি ভবিষ্যতে এমন সিচুয়েশন আসে আল্লাহ না করুক তোমার যদি ১০ টা বিয়েও হয় তারপরেও আমার কাছে ফিরে আসো এমন অবস্থা ও যদি আসে কখনো তখনোও আমি তোমাকে গ্রহন করতে পারবো নির্দিধায়,,, উত্তরে সে দুষ্টুমি করে হেসে বলে আচ্ছা ঠিকাছে তাহলে আমি কয়টা বিয়ে করে আসি তুমিতো আছোই আমাকে গ্রহন করার জন্য,,,,,আমি বলেছিলাম, আমি গ্রহন করতে পারবো আমি তোমাকে এতটাই ভালোবাসি "" কথাগুলো ছিলো এমনিতেই তাকে আমি কতটা ভালোবাসি সেগুলো বুঝানোর জন্য আর সেও বলেছে দুষ্টুমি করেই । এখানে আমার কথায় কোন নিয়ত ছিলোনা এবং আমার স্ত্রীর ও কোন নিয়ত ছিলো না ।এই ধরনের কথায় কোন সমস্যা হবে কিনা ?
আমি একজন ওয়াস-ওয়াসার রোগী, আবার প্রশ্ন করার জন্য আন্তরিক ভাবে দু:খিত।
আপনাদের ফোন নাম্বার দেওয়া যাবে ইমেইলে