বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
দ্বীন-শরীয়ত সম্পর্কে জানার আগ্রহ দেখে এবং i.o.m এর প্রতি আশ্বস্ত দেখে আমরা যারপরনাই আনন্দিত।আল্লাহ পাক আপনাকে দ্বীনের উপর সর্বদা অঠল-অবিচল থাকার তৌফিক দান করুক।আ'মলী জিন্দেগি গঠন করার তৌফিক দান করুক।সেই প্রত্যাশা ও কামনা আমরা হৃদয়ে লালন করি ।
বর্তমান সময়ে আমরা মুসলমানগণ মিডিয়াতে অনেক পিছিয়ে রয়েছি।আমাদের কোনো দৈনিক পত্রিকা নেই।তবে এই কঠিন সময়ে কিছু প্রত্রিকা যৎসামান্য কাজ করে যাচ্ছে।যেমন নয়া দিগন্ত,সংগ্রাম ইত্যাদি।তবে এই পত্রিকাদ্বয় নির্দিষ্ট একটি রাজনৈতিক দলের হয়েই বেশী সংবাদ প্রচার করে বা করার চেষ্টা করে।
মাসিক দুটি প্রতিকার নাম উল্লেখযোগ্য।
(১)মাসিক আল কাউসার।
পুরাতন ভলিউম সংগ্রহ করার আপ্রাণ চেষ্টা করবেন।
(২)
আদর্শ নারী
পুরাতন ভলিউম সংগ্রহ করার আপ্রাণ চেষ্টা করবেন।
আপনি এ দু'টি প্রত্রিকার নতুন পুরাতন সকল প্রকার সংস্করণ কে সংগ্রহে রেখে দিবেন।