ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
আপনার বুঝার স্বার্থে আমি আপনার প্রশ্নকে হুবহু কপি করে, তারপর সেই প্রশ্নের জবাব লিখছি......................
(১) আমি স্ত্রীর সাথে ফোনে কথা বলছি হাসিখুসি।স্ত্রীর পাশে আমার ভাগ্নে ছিল , আমার ভাগ্নে বয়স ৪ বছর সে আমার স্ত্রীকে বলে
"দিতেছি দিতেছি অপেক্ষা কর"।
আমি শুনে খুব খুশি হয়ে আনন্দের সহিত স্ত্রীকে জিজ্ঞেস করলাম
" দিতেছি দিতেছি ,অপেক্ষা কর"
ভাগ্নের কথাটা রিপিট করলাম । পরে মনে হল এইটা কি কেনায়া বাক্য ? এইটা মনে হওয়ার সাথে সাথে আমার মনে নিজের ইচ্ছার বিরুদ্ধে তা*** নিয়ত মনে চলে আসলো,
এইসব কথা দ্বারা তালাক হবে না।
(২)
স্ত্রী শপিং করবে । আমি বললাম যে ঠিক আছে যাও , ঢাকায় আমার ভাই ভাবি আছে উনারা ভালো চিনে ওদের সাথে যেও । এখানেও ইচ্ছার বিরুদ্ধে নিয়ত চলে আসলো জোর করে চোখ কান বন্ধ করেও নিয়তের চিন্তাটা দূর করতে পারলাম না। "ঠিক আছ যাও" এটা কেনায়া শব্দ হবে না। এদ্বারা তালাকও হবে না।
(৩)
আমার ডিউটি শেষ করে বাসায় যাওয়ার সময় স্ত্রীকে ফোন দেই , সে আমাকে বলে এত দেরী। আমি বলি " ওভারটাইম আছে সবার, শুধু আমাকে ফোন করে বলছে ১০ টা বাজে চলে যেতে, আমারো থাকতে ভালো লাগেনা ( মানে আমার ১০ টার পর ডিউটি করতে ভালো লাগেনা) এইটা বলার সাথে সাথেই আবারো সেই একই চিন্তা চলে আসে যে থাকতে ভালো লাগে না, এটা কেনায়া বাক্য নয়।
এইবার যখন ইচ্ছার বিরুদ্ধে চিন্তা আসে তখন অনেক কষ্ট করে মনে মনে এইটা বললাম উচ্চারণ না করে চিন্তা করলাম যে আমি**কোন তা*** নিয়ত করতেই রাজি না।*** কিন্তু ইচ্ছার বিরুদ্ধে আবারো মনে সেই একই চিন্তা করতে চলে আসে তা*** । আমি চাইলেও আটকিয়ে রাখতে পারছি। এইটা আপনার নিয়ত ধরা হবে না।
(৪)
আমি মনে মনে জিহবা নাড়িয়ে শব্দ না করে বলছি ""আল্লাহর কাছে ক্ষমা চাই " ২ বারের মত বললাম । আমার স্পষ্ট মনে আছে ১০০% আমি এটাই বলেছি । ২ সেকেন্ড পর সন্দেহ হল আমি তা*** চাই এইটা বললাম কিনা ।আমি সিউর যে আমি এইটা বলি নাই তারপরেও ধোকায় পরে আমার হাত পা কাপতে থাকে।
এদ্বারা তালাক হবে না।
(৫)
৪ নাম্বার পয়েন্টে যে ত**** কথা লিখলাম, লেখার পর ভয় হচ্ছে যে এইটা লিখার কারনে কোন সমস্যা হবে কি না?
এদ্বারাও তালাক হবে না।
(৬)
দৈনন্দিন জীবনে এইরকম বেশ কিছু কথায় কেনায়া বাক্য ব্যবহার হয় । ইচ্ছার বিরুদ্ধে নিয়ত চলে আসলে যেটা জোর করেও আটকে রাখা যায় না সেখানেও তা** পতিত হবে না।