আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
200 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (32 points)
১। শহীদ ব্যক্তির কি হকের হিসাব দিতে হয়?
যেমন, ঋণ পরিশোধের হিসাব, গীবত করার, হক নষ্ট করার হিসাব?

২। যদি এমন হয় যে অনেকক্ষন ধরে এলাকায় বিদ্যুৎ নেই। বিল্ডিংএ পানি সাপ্লাই নেই। এ অবস্থায় আমরা একটা সোর্স পেলাম পানির (যেমন, একটা নলে পানি আসছে, কিন্তু সারা বিল্ডিং এর সবাই পানির অভাবে ভুগছে।) এখন কি আমরা চাইলে এখান থেকে পানি নিয়ে রাখতে পারব অন্যদের না জানিয়ে, এই ভয়ে যে পানি শেষ হয়ে যাবে?

৩। যদি আমার সন্দেহ হয় যে ইমাম
" ইয়্যাকানা' বুদু ওয়া ইয়্যা কানাসতাঈন " এর

"ইয়্যা..." তে টান দেন নি, আমার কি নামাজ টা আবার পড়া লাগবে? নাকি ইমাম সাহেবের পিছনে আমি যদি মনে মনে শুধরিয়ে নেই তাতেই নামাজ হয়ে যাবে?

1 Answer

0 votes
by (589,350 points)
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(১)
সু-প্রিয় পাঠকবর্গ ও প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
স্থল যুদ্ধে যদি কোনো মুজাহিদ শহীদ হন,তাহলে ঋণ ব্যতীত আল্লাহ উনার সকল প্রকার গোনাহকে মিটিয়ে দিবেন,ক্ষমা করে দিবেন।ঋণ পরিশোধের সুযোগ হয়নি বা অক্ষম এমন হলে অবশ্যই আল্লাহ ঐ ঋণকেও ক্ষমা করে দিবেন।আর কোনো কোনো বর্ণনানুযায়ী সাগরের শহীদের সকল প্রকার গোনাহকে ক্ষমা করে দেয়া হবে।আল্লাহ-ই ভালো জানেন। বিস্তারিত জানতে ভিজিট করুন- 2270

(২)
যদি ঐ নলে সবাই শরীক থাকে,তথা যদি এই নল দিয়ে সবার নিকট পানি পৌছে থাকে,তাহলে এমন নলের সমস্ত পানিকে নিজের একার জন্য নিয়ে নেয়া কখনো জায়েয হবে না।

তবে যদি এমন কোনো উৎস হয়,যেখানে অন্য কেউ কোনো ভাবে শরীক নয়,তাহলে এমন উৎস থেকে পানিকে সংগ্রহ করা কখনো নাজায়েয হবে না।

ইমাম মালিক ও আবু ইউসুফ রাহ বলেন,
الثَّانِي: أَنَّ الاِحْتِكَارَ يَجْرِي فِي كُل مَا يَحْتَاجُهُ النَّاسُ، وَيَتَضَرَّرُونَ مِنْ حَبْسِهِ، مِنْ قُوتٍ وَإِدَامٍ وَلِبَاسٍ وَغَيْرِ ذَلِكَ. وَهَذَا مَا ذَهَبَ إِلَيْهِ الْمَالِكِيَّةُ وَأَبُو يُوسُفَ مِنَ الْحَنَفِيَّةِ
ভাবার্থ-
প্রত্যেক ঐ জিনিষ যা সিন্ডিকেট করে রাখলে জনসাধারণ ভুগান্তিতে পড়বে।চায় তা খাদ্য হোক বা পোষাক হোক বা অন্য কিছু হোক।
যদিও অন্যান্য ইমামদের কথা হল,এহতেকার বা সিন্ডকেট (যা হারাম)শুধু মাত্র খাদ্যতে হয়ে থাকে।

(৩)
যদি দেখেন যে ইমাম সাহেব,
ইয়্যাকানা' বুদু ওয়া ইয়্যা কানাসতাঈন " এর
"ইয়্যা..." তে টান দেন নি।তাহলে নামায ফাসিদ হবে না।কেননা এতে অর্থের কোনে পরিবর্তন হচ্ছে না।
মুক্তাদি ইমামের পিছনে কিরাত পড়বে না।হানাফি মাযহাব অনুযায়ী মুক্তাদির জন্য কিরাত পড়া নিষিদ্ধ।
এমন অবস্থায় আপনার নামায বিশুদ্ধ হয়ে যাবে।বিস্তারিত জানুন- 1126


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...