আসসালামু আলাইকুম হুজুর! আমি খুবই সন্দেহের মধ্যে আছি, প্লিজ আমাকে বিষয়টি ক্লিয়ার করুন
আমাদের বিয়ে হয় (কোন ধরনের সহবাস হইনি),তার সাথে মেসেজে ঝগড়া হওয়ার পর মেসেজে তালাক বলে ফেলি, এখন মুফতীদের রায় অনুযায়ী আমাদের তালাক্ব ( ১তালাক ছোট বায়েন) হয়, এখন তালাকের বিষয়টি আমি কারোর কাছে শেয়ার করলে আমাদের ২ খানদানের মধ্যে তুমুল ঘৃণা ও ফিতনা হওয়ার আশনকা আছে, আর মেয়ে অনেক ভয়ে আছে যার কারণে কাউকে উকিল বানাতে পারেনি যাকেই উকিল বানাতে যাবে সেই এইসব জানার পর অনেক সমস্যায় পড়বে, এমনকি বিষয়টি কাউকে শেয়ার করে যে তাকে উকিল বানাতে পারবে এমন বিশ্বাসযোগ্য পুরুষ বা মহিলা কেউই তার নেই এমন কি তার মা বাবা ভাই বোন আত্বীয়স্বজন কেউই নাহ,এমনবস্থায় আমি তালাক্বের বিষয়টি কাউকে না জানিয়ে সম্পর্কটি আবার হালাল করার জন্য এবং আগামীতে তালাক্ব নিয়ে সতর্ক থাকার জন্য আমি নিজেই আমার আম্মাকে মেয়ের উকিল বানাই, সাথে আমার আপন ২ ভাইকে (প্রাপ্তবয়স্ক) সাক্ষী বানাই এবং নতুন করে ৫ হাজার টাকা মোহর ধার্য্য করে ইজাব কবুলের মাধ্যমে নতুন বিয়ে হয়
বিয়েটা এভাবে হয়েছে যেঃ আমার আম্মু মেয়েকে বলে, আমার ছেলের সাথে তুমি কি বিয়ে বসতে রাজী আছো??
মেয়ে উত্তরে বলে, হ্যা আলহামদুলিল্লাহ রাজি,
তারপর আমার আম্মা আমাকে বলেন, অমুক মেয়ে তোমার সাথে বিবাহ বসতে রাজি আছে,তুমি বলো আলহামদুলিল্লাহ কবুল
তারপর আমি আলহামদুলিল্লাহ কবুল বলি, এভাবে পুনরায় আমি উকিলের মাধমে মেয়েকে প্রস্তাব দেই এবং মেয়ে আমাকে কবুল বলে, এইসব সাক্ষীদের শুনিয়েই এভাবে বিয়েটা সম্পন্ন হয়েছে।
শায়েখ! উল্লেখিত ছুরতে কি আমাদের বিবাহ সহীহ হয়েছে? এবং আমরা কি এখন স্বামী স্ত্রী হিসেবেই সংসার করছি??