আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ।
বাড়ি থেকে আল্লাহ তা'আলা যেমন দ্বীন চান,তেমন দ্বীনদার পাত্র আসেনা।ফলে দেখা গেছে,অনলাইনে বায়োডাটা দিতে হয়েছে।তা না হলে বাড়ি থেকে আসা পাত্র নিয়ে বেশ ঝামেলায় পড়া হয়ে যায়।অনলাইনে দেয়ায় এতোটুকু পরিবারকে বুঝ দেয়া যে আল্লাহ চাইলে বিয়ে হবে।
কিন্তু,সমস্যা হলো যেই পাত্রই আসে অনলাইন থেকে,তাতেই ফ্যামিলি জোর করে বিয়ে করতে।কিন্তু দেখা যায়,পাত্রদের কোনো না কোনো সমস্যা থাকে যার কারণে এগোনো উচিত না মনে হয়।যেহেতু,মাহরাম ছাড়া রিপ্লাই দেয়া হয়না...দেখা যায়,মাহরামকে যদি বলা হয় প্রপোজাল মানা করতে,তাহলে তারা ফ্যামিলিতে অনেক ঝামেলা করে।তাছাড়া আম্মুর একটু মাথা চড়া হওয়ায় উল্টাপাল্টা কথা বলে ফেলেন।যা ভয় পাই।কিন্তু,আমি আমার দ্বীন পালনের সহজতার জন্যই পাত্রদেরকে মানা করার পথ বেছে নেই।এক্ষেত্রে,প্রয়োজনের খাতিরে পাত্রদেরকে আমি নিজেই ইমেইলে মানা করে দিতে পারবো কীনা এবং দ্বীনের কোনো বিষয়ে শিওর হতে হলে ইমেইলে প্রশ্ন করা যাবে কীনা?