বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
কোনো কাপড় বা টিস্যু লাজ্জাস্থানের উপর রেখে সেটা দ্বারা পরীক্ষা করে নিবেন,বাস্তবেই কিছু বের হচ্ছে কি না? যদি বাস্তবেই কিছু বের হয়ে থাকে,তাহলে অজু করে উক্ত নামাযকে দোহরিয়ে নিবেন।যদি নামাযে বিভিন্ন রুকুন যেমন,দাড়ানো ও দাড়ানো থেকে রুকুতে যাওয়া,এবং রুকু থেকে সেজদাতে যাওয়া, ইত্যাদি নড়াচড়া করার জন্য এগুলো বের হয়ে থাকে,তাহলে আপনি বসে কোনো প্রকার হরকত না করে নামায পড়ে নিবেন।
শুধুমাত্র সন্দেহের দরুণ নামায ফাসিদ হবে না।কেননা ফিকহের গুরুত্বপূর্ণ একটি মূলনীতি হল,
যা উসূলে ফিকহের গ্রহণযোগ্য কিতাবে বর্ণিত রয়েছে....
ﺍﻟﻴﻘﻴﻦ ﻻ ﻳﺰﻭﻝ ﺑﺎﻟﺸﻚ(ﺍﻷﺷﺒﺎﻩ ﻭﺍﻟﻨﻈﺎﺋﺮ، ﺍﻟﻘﺎﻋﺪﺓ ﺍﻟﺜﻼﺛﺔ)
ভাবার্থঃ পূর্ব বিশ্বাস সন্দেহের কারণে দূরবিত হয় না।(অাল-আশবাহ ওয়াননাযাঈর-তৃতীয় ক্বায়েদা দ্রষ্টব্য)
বিস্তারিত জানতে ভিজিট করুন-
4130