আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
210 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (1 point)
reshown by
আমি আমার স্ত্রীকে একসাথে দুই বার দুই বার করে আটবার তালাক শব্দ উচ্চারণ করি... কিন্তু তালাক সম্পর্কে আগে আমার কোন ধারণা ছিল না আমি জানতাম একসাথে তিন বার বলতে হয় একবার দুইবার বললে তালাক হয় না.. কিন্তু পরে আমি মসজিদের ইমামের কাছে গেলাম উনি আমাকে বলল তোমাদের তালাক হয়ে গেছে তোমরা একসাথে আর থাকতে পারবে না যদি একসাথে থাকো তাহলে এটা হারাম যেনা-ব্যভিচার হবে...বিষয়টা কেউ জানেনা তার ফ্যামিলির কেউ জানে না আমার ফ্যামিলির কেউ জানে না.... কিছুদিন পরে আমি আমার ফ্যামিলিকে ও বিষয়টা বলি আর মেয়ের ফ্যামিলি কেউ বিষয়টা জানাই..কিন্তু তারা এটা মানতে নারাজ.. তারা বলে এগুলা কিছুনা.. এরকম বললে কিছু হয় না..আমি বুঝাতে গেলে তারা বলে আমি ইচ্চা করে তাদের মেয়েকে চাড়ার জন্য নাটক করতাছে..এর বাইরে আমি আর তাদের কে বুঝানোর ক্ষমতা আমার নাই..এসব নিয়া কথা বললেই ওরা উল্টা বুঝবে আামকে..এখন মেয়ে ও বুঝতে পারছে এটা হয়ে গেছে.. কিন্তা আমাদের একসাথে থাকা ও যায় না আবার ওরে আমি চাড়তেও পারছি না..কারন ফ্যামলি এটা মানে না দুই প্যামেলি এটা মানতে নারাজ...আমি এখন বাড়াবাড়ি করলে সংসারে ঝড়গা শুরু হয়ে যাবে আরও নানান সমস্যা... এখন এমতাবস্থায় ইমাম বললো সে মেয়ে নিজ ইচ্চায় অন্য যায়গায় বিয়ে করলে ওই স্বামি সহবাসের পর তালাক দিলে আমি বিয়ে করতে পারবো..এখন আমি কী করা আমার জন্য দুনিয়া ও আখিরাতে কল্যানকর হবে একটু যানাবেন প্লিজ..??
by (109 points)
আসসালামু 'আলাইকুম ওয়া রহমাতুল্লাহ. ভাই আপনি তালাক সংক্রান্ত একটা মাস'য়ালা জানতে জেয়েছিলেন।আপনি এই লিংক্টি দেখুন ও সালাফী মাদ্রাসায় যোগাযোগ করুন।

1 Answer

0 votes
by (606,750 points)
edited by

বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
فَإِن طَلَّقَهَا فَلاَ تَحِلُّ لَهُ مِن بَعْدُ حَتَّىَ تَنكِحَ زَوْجًا غَيْرَهُ فَإِن طَلَّقَهَا فَلاَ جُنَاحَ عَلَيْهِمَا أَن يَتَرَاجَعَا إِن ظَنَّا أَن يُقِيمَا حُدُودَ اللّهِ وَتِلْكَ حُدُودُ اللّهِ يُبَيِّنُهَا لِقَوْمٍ يَعْلَمُونَ
তারপর যদি সে স্ত্রীকে (তৃতীয়বার) তালাক দেয়া হয়, তবে সে স্ত্রী যে পর্যন্ত তাকে ছাড়া অপর কোন স্বামীর সাথে বিয়ে করে না নেবে, তার জন্য হালাল নয়। অতঃপর যদি দ্বিতীয় স্বামী তালাক দিয়ে দেয়, তাহলে তাদের উভয়ের জন্যই পরস্পরকে পুনরায় বিয়ে করাতে কোন পাপ নেই। যদি আল্লাহর হুকুম বজায় রাখার ইচ্ছা থাকে। আর এই হলো আল্লাহ কতৃক নির্ধারিত সীমা; যারা উপলব্ধি করে তাদের জন্য এসব বর্ণনা করা হয়।বিস্তারিত জানতে ভিজিট করুন- https://www.ifatwa.info/2729

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
তিন তালাক পতিত হওয়ার পর উক্ত স্বামী স্ত্রী আর একত্রে বসবাস করতে পারবে না। তবে হ্যা যদি ঐ স্ত্রীর অন্য কোথাও বিয়ে হয়,এবং কোনো কারণে দ্বিতীয় স্বামীর সাথে তালাক হয়ে যায়,তখন আবার সে প্রথম স্বামীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে।মহিলা দ্বিতীয় বিয়ে ব্যতীত আবার ঐ স্বামীর সাথে সংসার স্থাপন করলে সেটা বৈধ হবে না।এক্ষেত্রে সর্বদাই ব্যভিচারের গোনাহ হবে। আর বিবাহিত পরুষ বা মহিলা কর্তৃক ব্যভিচার প্রমাণিত হলে এর শাস্তি হল,পাথর মেরে হত্যা করা।তবে এ দায়িত্ব সরকারের জনগণের নয়।আর অাখেরাতে তো রয়েছে এর জন্য  ভয়ঙ্কর শাস্তি।

টাকা দিয়ে কারো কাছে বিয়ে দিয়ে আবার তালাক নিয়ে প্রথম স্বামীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া মাকরুহে তাহরিমী। তবে যদি ঐ দ্বিতীয় স্বামীর সাথে সহবাস হয়ে থাকে, তাহলে মাকরুহে তাহরিমী হলেও প্রথম স্বামীর সাথে বিয়ে বৈধ হয়ে যাবে। (শেষ)

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
আমরা কেন, কোনো ফকিহ, মুফতি বা দারুল ইফতা হিন্না বিয়ের কথা বলবেন না। তবে কেউ যদি এভাবে বিয়ে করে নেয়, তাহলে ঐ বিয়ে মাকরুহের সাথে হয়ে যাবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (606,750 points)
সংযোজন ওসংশোধন করা হযয়েছে।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...