আমার নাম জিহাদ।উনার নাম ফাইজা হাসান মিম।বয়সে একমাসের বড় উনি।আমি চাঁদপুর থাকি উনি চট্রগ্রাম।একবছর পর হয়তো আমি দেশের বাইরে চলে যাবো।এখন উনি বলছেন কাউকে না জানিয়ে বিয়ে করে যেতে।কারন আমি ফিরতে মেক্সিমাম ০৫ বছর।ফিরে আসা পর্যন্ত উনি হয়তো ফেমিলিকে মানিয়ে রাখতে পারবেনা।আর এখন জানিয়ে বিয়েও করা পসিবল না কারন এখনো আমি বেকার এবং উনার ছোট ও।আমাদের দুজনের দুরত্ব ও অনেক।আইমিন চাঁদপুর থেকে চট্রগ্রাম।আমাদের রিলেশন আজ ০২ মাস ০৫ দিন।বিয়ে করে নিলে যিনা থেকে তো অন্তত রেহাই পাবো।
আমার প্রশ্নটা হচ্ছে ওর ফেমিলিতে ওর বাবাকে নিয়ে সমস্যা।উনি মাদকাসক্ত,দুই বিয়ে করেছেন।দ্বিতীয় বউ নিয়ে থাকেন।মিম ওর বাবার পরিচয় দিতে চায়না।ওর চাচ্চু আছে।কিন্তু উনিও এখন বিয়ের কথা জানলে মেরে ফেলবে মানা তো দূর।
এখন আমাদের করনীয় কি?
যদি অভিভাবক কাউকে না পাই বিয়েটা কি হবে?
যদি না হয়।এইমুহুর্তে অভিভাবক জানানো কোনোভাবেই সম্ভব না
কি করতে পারি।কোন উপায়ে বিয়ে শুদ্ধ হবে?