বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
يَا أَيُّهَا النَّاسُ إِنَّ وَعْدَ اللَّهِ حَقٌّ ۖ فَلَا تَغُرَّنَّكُمُ الْحَيَاةُ الدُّنْيَا ۖ وَلَا يَغُرَّنَّكُم بِاللَّهِ الْغَرُورُ
হে মানুষ, নিশ্চয় আল্লাহর ওয়াদা সত্য। সুতরাং, পার্থিব জীবন যেন তোমাদেরকে প্রতারণা না করে। এবং সেই প্রবঞ্চক যেন কিছুতেই তোমাদেরকে আল্লাহ সম্পর্কে প্রবঞ্চিত না করে।
إِنَّ الشَّيْطَانَ لَكُمْ عَدُوٌّ فَاتَّخِذُوهُ عَدُوًّا ۚ إِنَّمَا يَدْعُو حِزْبَهُ لِيَكُونُوا مِنْ أَصْحَابِ السَّعِيرِ
শয়তান তোমাদের শত্রু; অতএব তাকে শত্রু রূপেই গ্রহণ কর। সে তার দলবলকে আহবান করে যেন তারা জাহান্নামী হয়।
الَّذِينَ كَفَرُوا لَهُمْ عَذَابٌ شَدِيدٌ ۖ وَالَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ لَهُم مَّغْفِرَةٌ وَأَجْرٌ كَبِيرٌ
যারা কুফর করে তাদের জন্যে রয়েছে কঠোর আযাব। আর যারা ঈমান আনে ও সৎকর্ম করে, তাদের জন্যে রয়েছে ক্ষমা ও মহা পুরস্কার।( সূরা ফাতির-৫-৭)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
"এখন আল্লাহ থেকে সমাজ বড়" (নাউজুবিল্লাহ)
এই কথা যদি আল্লাহকে অস্বীকার বা আল্লাহর শান শওকতকে জেনে বুঝে ছোট করার নিয়তে ঐ বলে থাকে, তার ঈমান চলে গিয়েছে, এসম্পর্কে কোনো সন্দেহ নাই। আর যদি সামজের বর্তমান অবস্থান, মানুষের মনের অবস্থা বুঝাতে গিয়ে কেউ এমনটা বলে, তাহলে তার ঈমানে কোনো সমস্যা আপতত হচ্ছে, তবে এ রকম সন্দেহপূর্ণ কথা না বলাই উত্তম।