ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ
https://ifatwa.info/15994/?show=15994#q15994 নং ফাতাওয়াতে
উল্লেখ রয়েছে যে,
কুরআন হাত থেকে
নিচে তথা উপর থেকে নিতে গিয়ে দুর্ভাগ্যক্রমে যদি একেবারে নিচে ফ্লোরে পড়ে যায়, তাহলে এ অসতর্কতার জন্য মহান রবের কাছে ক্ষমা
চাইতে হবে। তবে কোনো গোনাহ হবে না। কিছু সদকাহ করতেও হবে না। কুরআনকে সর্বদা
সম্মান প্রদর্শন করতে হবে। যেমন ইতিপূর্বে আমরা কুরআন সম্পর্কে বলেছি,
ফাতাওয়ায়ে
হিন্দিয়ায় বর্ণিত রয়েছে,
وَلَوْ كُتِبَ الْقُرْآنُ عَلَى الْحِيطَانِ
وَالْجُدَرَانِ بَعْضُهُمْ قَالُوا: يُرْجَى أَنْ يَجُوزَ، وَبَعْضُهُمْ كَرِهُوا
ذَلِكَ مَخَافَةَ السُّقُوطِ تَحْتَ أَقْدَامِ النَّاسِ، كَذَا فِي فَتَاوَى
قَاضِي خَانْ. كِتَابَةُ الْقُرْآنِ عَلَى مَا يُفْتَرَشُ
وَيُبْسَطُ مَكْرُوهَةٌ، كَذَا فِي الْغَرَائِبِ.
দেয়ালে লিখিত
কুরআনে বিষয়ে শরয়ী বিধি-বিধান নিয়ে উলামাদের মধ্যে মতবিরোধ রয়েছে। কিছুসংখ্যক
উলামায়ে কেরাম এটাকে জায়েযই মনে করেন। আবার কিছুসংখ্যক উলামায়ে কেরাম এটাকে অপছন্দ
করে থাকেন। এজন্য যে,হয়তো তা মানুষের পদতলে
পৃষ্ট হতে পারে। (ফাতাওয়ায়ে কাযিখান) এবং বসা বা ঘুমানোর জায়গায় কুরআন লিখা
মাকরুহ। (গারাঈব) (ফাতাওয়ায়ে হিন্দিয়া;৫/৩২৩)
অনুপযুক্ত স্থানে
কুরআন লিখা অনুচিত। মসজিদের দেয়ালে অযথা কুরআনের আয়াত না লিখাই ভালো। (ফাতাওয়ায়ে
মাহমুদিয়্যা-১৫/২৬৩)
আরো বিস্তারিত জানুন- https://ifatwa.info/16201/
বিড়াল ও পাখি পোষা সম্পর্কে বিস্তারিত জানুন- https://ifatwa.info/51979/
★ সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
না,
প্রশ্নোক্ত ক্ষেত্রে বিড়ালে কুরআন ফেলে দেওয়ার কারণে কোনো
কাফফারা দিতে হবে না এবং এতে আপনার কোনো গোনাহও হবে না ইনশাআল্লাহ। তবে পরবর্তীতে সতর্ক থাকবেন এবং
কুরআনুল কারীম এমন সম্মান জনক স্থানে রাখবেন যাতে বিড়াল আর ফেলতে না পারে।