আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
124 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (12 points)
যাদুটোনা কী সত্য? কারো উপর যাদুটোনা করা হয়েছে কীনা বুঝার উপায় আছে? আর যদি করেই থাকে সেক্ষেত্রে করণীয় কী?
আমার শরীরটা অনেক বছর যাবত ভাল যাচ্ছেনা। আমি একজন গনিতের শিক্ষক। সহকর্মীরা যেখানে মাসে লক্ষাধিক টাকা উপার্জন করে সেখানে আমি কয়েক হাজার টাকাও উপার্জন করতে পারিনা অথচ ক্লাসে গনিত পড়ানোর ব্যপারে মানুষ বরাবরই আমার সুনাম করে। নিজের পরিবারে শান্তি আছে। কিন্তু ভাই-বোনদের সাথে সম্পর্ক ভালো না। ছোট ভাইয়ের সাথে সম্পর্ক বেশী খারাপ। শুনেছি তার শ্বশুর বাড়ীর লোকেরা মানুষের উপর যাদু করে থাকে।

 মেহেরবানী করে জানালে উপকৃত হবো।

1 Answer

0 votes
by (574,260 points)
edited by
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রহমানির রহিম।
জবাবঃ-


জাদু টোনা সত্য,এ সংক্রান্ত জানুনঃ-

জাদু টোনার ক্ষেত্রে শরীয়তের বিধান হলো জাদু টোনা করা হারাম,এমনকি এর মধ্যে কিছু ছুরত রয়েছে,যেটি মানুষকে কুফর পর্যন্ত পৌছিয়ে দেয়।
ইসলামী রাষ্ট্রে প্রমান সাক্ষী সহকারে কাহারো এমনটি করার প্রমান হয়,তাহলে জাদুগরের শাস্তি মৃত্যুদন্ড। 
(কিতাবুন নাওয়াজেল ১৬/২৭১)

মহান আল্লাহ তায়ালা ইরশাদ করেনঃ 

وَ اتَّبَعُوۡا مَا تَتۡلُوا الشَّیٰطِیۡنُ عَلٰی مُلۡکِ سُلَیۡمٰنَ ۚ وَ مَا کَفَرَ سُلَیۡمٰنُ وَ لٰکِنَّ الشَّیٰطِیۡنَ کَفَرُوۡا یُعَلِّمُوۡنَ النَّاسَ السِّحۡرَ ٭

আর সুলাইমানের রাজত্বে শয়তানরা যা আবৃত্তি করত তারা তা অনুসরণ করেছে। আর সুলাইমান কুফরী করেননি, বরং শয়তানরাই কুফরী করেছিল। তারা মানুষকে শিক্ষা দিত জাদু,,।
(সুরা বাকারা ১০২)

قال أبوحنیفۃ: الساحر إذا أقر لسحرہ أو ثبت بالبینۃ یقتل ولا یستتاب منہ۔ (شامي ۴؍۲۴۰ کراچی، ۶؍۳۸۲ زکریا)
সারমর্মঃ
ইমাম আবু হানিফা রহঃ বলেন, কেহ যদি তার জাদু করার কথা স্বীকার করে অথবা দলিল দ্বারা প্রমানীত হয়,তাকে হত্যা করা হবে।
তওবা চাওয়া হবেনা। 

বিস্তারিত জানুনঃ  

★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই,
প্রশ্নের বিবরণ মতে আপনি কম টাকা উপার্জন করলেও আপনার পরিবারে শান্তি রয়েছে,এটি অনেক গুরুত্বপূর্ণ বিষয়। 
আল্লাহর পক্ষ হতে বরকত হচ্ছে,যার দরুন শুকরিয়া আদায় করা চাই।

ছোট ভাইয়ের সাথে সম্পর্ক বেশী খারাপ হওয়ায় আপনি যদি জাদু টোনার আশংকা করেন,সেক্ষেত্রে প্রথমেই বলবো যে এতে তো আপনার কোনো ক্ষতি হচ্ছেনা,আপনি স্বাভাবিক তার সাথে সালাম আদান প্রদান চালিয়ে যাবে,জরুরি কথা থাকলে বলবেন।
,
আর যদি আপনি জাদুর বিষয়কে সিরিয়াসলি নেন,সেক্ষেত্রে আপনাকে কোনো আলেম রুকইয়াহ কারী যিনি বৈধ পদ্ধতিতে রুকইয়াহ করে থাকেন,তার কাছে যাওয়ার পরামর্শ দিবো।

আরো জানুনঃ- 


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...