ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)
কোন স্বামী গতকাল তার স্ত্রীকে ভয় দেখিয়ে বলল , তুমি আমার কথা না শুনলে তালাক দিব।
পরের দিন স্ত্রী তার স্বামীকে বলল, গতকাল তুমি আমাকে বলেছ কথা না শুনলে তালাক দিবা, এই কথায় তালাক হবে না কারন তুমি ভবিষ্যত বাক্য বলেছ।
"গতকাল তুমি আমাকে বলেছ কথা না শুনলে তালাক দিবা, এই কথায় তালাক হবে না, এটি ভবিষ্যৎ বাক্য"-
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
স্ত্রীর এইভাবে স্বামীর সাথে কথা বলাতে সেটা তালাকের মজলিশ হবে না। তালাকের মজলিস বলতে মুযাকারায়ে তালাক।মুযাকারায়ে তালাক সম্পর্কে জানতে ভিজিট করুন-https://www.ifatwa.info/1049
(২)
কোন স্ত্রী ঝগড়ার সময় স্বামীর কাছে তালাক চাচ্ছে। তখন স্বামী বলে, তালাক নিয়ে বাড়াবাড়ি করবা না।
"কিছু হইলে তোমার এইসব নিয়ে বাড়াবাড়ির জন্য হবে।"
"কিছু হইলে তোমার এইসব নিয়ে বাড়াবাড়ির জন্য হবে।"-
স্বামীর এই কথার কোনো শর্ত যুক্ত কেনায়া বাক্য হবে না।
(৩)
এইখানে স্ত্রী যদি তালাক চায় বা বাড়াবাড়ি করে তাহলে স্বামী তালাক না দিলে স্ত্রী তালাক চাওয়ার সাথে সাথে তালাক হবে না।