আসসালামু আলাইকুম
আর কিছু প্রশ্ন ছিলো, জাজাকাল্লাহ
১. নামাজে সুন্নাতএ ভুল করার কারনে যদি ভুলে সাহু শিজদা করি,নামাজ কি হবে?
২. এক অয়াক্তের নামাজ পরা অবস্থায় যদি আরেক ওয়াক্তের আযান দেয়,তাহলে কি নামাজ হবে?
৩. কারো ইমান চলে গেছে এটা আশংকা করার পরও যদি তাকে না বলি,যেহেতু নিশ্চিত জানি না এবং অশান্তি হবে এই কারনে, তাহলে কি আমার ইমান চলে যাবে?
৪. গুনাহ করে কেউ যদি আখিরাতে আল্লাহর ক্ষমা আশা করে,তা কি বিদাত হবে?
৫. রুম এ মানুশের ছবি অয়ালা নিউজ পেপার অনাব্রিত থাকলে কি নামাজ হবে?
6. কন মেয়ে যদি এমন প্রশাধনি বেবহার করে জার অল্প ঘ্রাণ আছে( কিছুটা ঔষধএর মত) , এখন তা যদি শুধু চামরায় থাকে ছরিয়ে না পরে,এখন ঐ মেয়ে বাইরে গেলে কি তার গুনাহ হবে?
7.মেয়েদের কাপর ডিটেরজেন্ট দিয়ে ধুলে ত ঘ্রাণ হয়, এ কাপরে মেয়েরা বাইরে গেলে,এতে কি গুনাহ হবে?
৮. হলে খাবার খেতে জারা দেরিতে জায় তাদের খাবার এ মাংস পরে না,এখন আমি আগে খেতে গেলে আমি মাংশ পাই,নিজে নেই না, খালারা নিয়ে দেয়, আমই কি অন্নের হক খেলাম?