১. স্ত্রী স্বামীকে এই ভাবে বলে "আমি তালাকের অধিকার পাই নাই"।
স্বামী স্ত্রীর মধ্যে যদি তালাকের অধিকার নিয়ে কথা হয়, কিন্তু তালাক কেউই না চায় তাহলে কি সেটা তালাকের মজলিশ হবে? কারন কেউতো তালাক চাচ্ছে না।
২. স্ত্রী তালাকের ওয়াসওয়াসার রোগী। সারাক্ষণ তালাকের ওয়াসওয়াসায় থাকে সবসময়। স্বামী বিরক্ত হয়ে তখন স্ত্রীকে বলে "এইসব চিন্তা মন থেকে বাদ দাও। কিছু হইলে তোমার জন্য হবে। কিছু হইলে তোমার এইসব (তালাকের ওয়াসওয়াসা) নিয়ে বাড়াবাড়ির জন্য হবে"
তখন স্ত্রী স্বামী কে বলে, "তুমি কি চাও কিছু হউক?"
তখন স্বামী বলে, "না চাই না, তুমি এইসব নিয়ে ভাবা বাদ দাও"।
প্রশ্ন হলো - "কিছু হইলে তোমার জন্য হবে"
"কিছু হইলে তোমার এইসব (তালাকের ওয়াসওয়াসা) নিয়ে বাড়াবাড়ির জন্য হবে।"
এইগুলা কি কেনায়া বাক্য? নিয়ত থাকলেও কি কেনায়া বাক্য হবে?