আসসালামুআলাইকুম, শায়েখ।
আমি একজন কলেজ পড়ুয়া। আমার আব্বা-আম্মা বদ-দীন ।গত বছর আমার আব্বা আমার আম্মার উপর রেগে গিয়ে বলে বসেন, "তোকে তালাক দিতেসি, এক তালাক, দুই তালাক"। এমনটা আমার আব্বা দুইবার দুইটা ভিন্ন ঘটনায় বলেছেন আমার আম্মাকে। মোটকথা, আমার আব্বা আমার আম্মাকে ৪ বার তালাক বলেছেন। আমি দুই-তিনজন বিশ্বস্ত উলামায়ে কেরামের সাথে এই বিষয়গুলো নিয়ে আলাপ করে জানতে পারি যে আমার আব্বা-আম্মা এখম পরস্পরের জন্য হারাম হয়ে গেসে। তাদের আর বিবাহ নেই। এ কথা আমি আমার আব্বা-আম্মাকে বোঝানোর চেষ্টা করি। আমি আমার সাধ্যমতো তাদের বোঝানোর চেষ্টা করলেও, তারা মানতে নারাজ। আমি রীতিমতো তাদেরকে এই হারাম সম্পর্ক থেকে আলাদা করার জন্য ছেলে হিসেবে যতটুকু প্রতিবাদ করা দরকার, তার থেকে অনেক বেশি করেছি, যার ফলে অনেকসময় তাদের সঙ্গে কথা কাটাকাটি হয়েছে এবং আমাকেও অনেক পেরেশানির শিকার হতে হয়েছে।
আজ এক বছরের বেশি পার হয়ে গেছে সেই ঘটনাগুলোর। কিন্তু, আজও তারা সংসার করছে। আমিও তাদের সঙ্গেই থাকি বাধ্য হয়ে, কারণ আমি আমার বাবার উপর নির্ভরশীল। এখন আর আমি তাদের একত্র থাকা নিয়ে কোনো প্রতিবাদ করি না, কারণ তারা আমার কথা কানে লাগায় না এবং অহেতুক এই নিয়ে বাসায় ফেতনা-ফাসাদ সৃষ্টি হয়। আমার প্রশ্ন হচ্ছে, আমার সামনে যদি আমার বাবা-মা তাদের এই হারাম সম্পর্ককে চালিয়ে যায়, এবং শারিরীক মেলামেশা করে, তাহলে কি আমি কোনো অংশে এর জন্য গুনাহগার হবো?