বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
قُلْ سِيرُوا فِي الْأَرْضِ فَانظُرُوا كَيْفَ بَدَأَ الْخَلْقَ ۚ ثُمَّ اللَّهُ يُنشِئُ النَّشْأَةَ الْآخِرَةَ ۚ إِنَّ اللَّهَ عَلَىٰ كُلِّ شَيْءٍ قَدِيرٌ
বলুন, তোমরা পৃথিবীতে ভ্রমণ কর এবং দেখ, কিভাবে তিনি সৃষ্টিকর্ম শুরু করেছেন। অতঃপর আল্লাহ পুর্নবার সৃষ্টি করবেন। নিশ্চয় আল্লাহ সবকিছু করতে সক্ষম।(সূরা আনকাবুত-১৯-২০)
সু-প্রিয় প্রশ্নকারি দ্বীনি ভাই/বোন!
আর অমুসলিম দেশ সমূহে না যাওয়াই ফিকহ সম্মত।তবে যদি প্রয়োজনবোধে যেতেই হয় তাহলে এক্ষেত্রে কিছু শর্ত রয়েছে।
তিনটি শর্ত সাপেক্ষে অমুসলিম দেশে ভ্রমণ করা বৈধঃ
(১) ভ্রমণকারীর কাছে প্রয়োজনীয় ইল্ম বিদ্যমান থাকা, যার মাধ্যমে সকল সন্দেহ থেকে বিরত থাকা সম্ভব।
(২) তার কাছে এমন দ্বীনদারী বিদ্যমান থাকা, যার মাধ্যমে সে নফসের প্রবৃত্তি দমনে সক্ষম হবে।
(৩) অমুসলিম দেশে ভ্রমণের প্রয়োজনীয়তা বিদ্যমান থাকা।
উপরের শর্তগুলো পাওয়া না গেলে অমুসলিম দেশে সফর করা বৈধ নয়। এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/5275
মুহতারামাহ!
আপনার বিশেষ প্রয়োজন না থাকলে, অমুসলিম দেশে যাওয়া এবং এবং ইমিগ্রেশনের জন্য মুখ খোলা বা চেহারা প্রদর্শন করা কখনো উচিৎ হবে না।হ্যা, বাস্তব প্রয়োজনিয়তা থাকলে, বা আল্লাহর সৃষ্ট জগৎকে দেখে ঈমানকে বৃদ্ধি করার নিয়ত থাকলে, তখন আপনার জন্য রুখসত থাকবে। গতানুগতিক পিকনিক বা দেশভ্রমণ করতে যেয়ে মুখ খোলা কখনো উচিৎ হবে না।