আসসালামু 'আলাইকুম।
আমি একটা অনলাইন পেইজ থেকে স্কিন কেয়ার প্রোডাক্ট নেই অনেক বছর যাবৎ। ইদানিং জানতে পেরেছি যে তারা মুভি প্রডাকশনের জন্য কাজ করে। এখন কথা হচ্ছে, ওখান থেকে তো উনারা আয় করেন,সেটা তোহ হারাম। যেহেতু গান বাজনা আছে, এখন সেই আয়ের উৎস যদি বিউটি প্রডাক্টস গুলোতে বিনিয়োগ করে তাহলে আমরা যেসব প্রডাক্ট কিনতেছি, সেটা হারাম প্রডাক্ট কিনতেছি কি না??
আর ২য় বিষয় হচ্ছে আমরা যেই টাকা টা দিয়ে কিনতেছি সেটা তাদের হারামে কন্ট্রিবিউট করা হচ্ছে কিনা??