আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
284 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (1 point)
সম্মানিত মুফতিগণ! আশা করছি আল্লাহর রহমে আপনারা ভালো আছেন। বিষয়:- মায়ের গর্ভে সন্তান মারা যাওয়ার হুকুম।  প্রশ্ন সম্মানিত মুফতি সাহেব! আমার স্ত্রীর পেটে নয় মাসের উপরে (হয়তো এক/দুই সাপ্তাহের পরেই বাচ্চা ভূমিষ্ঠ হতো)। বাবুটি মারা যায় তাতে আমরা অনেক অশ্রুসিক্ত হই! জানার খুব আগ্রহ যে রাসূল সাঃ যে, বললেন মৃত শিশু সন্তান পিতা মাতাকে জান্নাতে নিবে সে সন্তান ভূমিষ্ঠ হওয়া আগের শিশু ও পরের শিশুর কি একই হুকুম? নাকি আলাদা? আমরা কি আমাদের এই শিশুর দ্বারা জান্নাতের আশা করতে পারি? এই সম্পর্কে ইসলাম কি বলে হাওলাসহ দিলে উপকৃত হবো ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ

1 Answer

0 votes
by (73,530 points)
edited by

বিসমিল্লাহির রাহমানির রাহিম।

জবাবঃ

হাদীস শরীফে এসেছে-

حَدَّثَنَا عَلِيُّ بْنُ هَاشِمِ بْنِ مَرْزُوقٍ حَدَّثَنَا عَبِيدَةُ بْنُ حُمَيْدٍ حَدَّثَنَا يَحْيَى بْنُ عُبَيْدِ اللهِ عَنْ عُبَيْدِ اللهِ بْنِ مُسْلِمٍ الْحَضْرَمِيِّ عَنْ مُعَاذِ بْنِ جَبَلٍ عَنْ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ وَالَّذِي نَفْسِي بِيَدِهِ إِنَّ السِّقْطَ لَيَجُرُّ أُمَّهُ بِسَرَرِهِ إِلَى الْجَنَّةِ إِذَا احْتَسَبَتْهُ

মুযান বিন জাবাল (রাঃ) থেকে বর্ণিতঃ

সেই সত্তার শপথ, যার হাতে আমার প্রাণ! সন্তান গর্ভে মারা যাওয়ার পর মা যদি ধৈর্য ধরে, ঐ গর্ভস্থ সন্তান কিয়ামতের দিন তার মাকে তার নাড়ি দিয়ে জড়িয়ে-বেঁধে টেনে টেনে জান্নাতের দিকে নিয়ে যাবে! সুনানে ইবনে মাজাহ, হাদীস নং- ১৬০৯

হাদিসের মানঃ সহিহ হাদিস

সন্তান বিয়োগের কঠিন পরীক্ষায়ও ধৈর্য্য ধারণ করা মুমিনের কর্তব্য। সবাই সন্তানের মৃত্যুতে খুবই ব্যথিত ও মর্মাহত হতে পারে। মহানবী (সা.) নিজপুত্র ইব্রাহিমের মৃত্যুতে খুবই ভারাক্রান্ত পেয়েছিলেন। তাঁর দুচোখ অশ্রুসজল হয়েছিল।  (সহিহ বুখারি : ১৩০৩)

 

অন্য এক হাদীসে এসেছে-

وَعَنْ أَبِىْ هُرَيْرَةَ أَنَّ رَجُلًا قَالَ لَه: مَاتَ ابْنٌ لِىْ فَوَجَدْتُ عَلَيْهِ هَلْ سَمِعْتَ مِنْ خَلِيْلِكَ صَلَوَاتُ اللّهِ عَلَيْهِ شَيْئًا يُطَيِّبُ بِأَنْفُسِنَا عَنْ مَوْتَانَا؟ قَالَ: نَعَمْ سَمِعْتُه ﷺ قَالَ: «صِغَارُهُمْ دَعَامِيصُ الْجَنَّةِ يَلْقى أَحَدُهُمْ أَبَاهُ فَيَأْخُذُ بِنَاحِيَةِ ثَوْبِه فَلَا يُفَارِقُه حَتّى يُدْخِلَهُ الْجَنَّةَ» .

আবূ হুরায়রাহ্ (রাঃ) থেকে বর্ণিতঃ তিনি বলেন, একদা এক ব্যক্তি তাঁকে বলল, আমার একটি পুত্র সন্তান মারা গেছে, যার জন্য আমি শোকাহত। আপনি কি আপনার বন্ধু [মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)] থেকে এমন কোন কথা শুনেছেন যা আমাদের হৃদয়কে খুশী করতে পারে? আবূ হুরাইরাহ্ (রাঃ) বললেন, আমি রসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-কে বলতে শুনেছি, মুসলিমদের শিশুরা জান্নাতে সাগরের মাছের মতো সাঁতার কাটতে থাকবে। যখন তারা তাদের পিতাকে পাবে তখন পিতার কাপড়ের কোণা টেনে ধরবে। পিতাকে জান্নাতে না পৌছানো পর্যন্ত ছাড়বে না।  সহীহ : মুসলিম ২৬৩৫, আহমাদ ১০৩৩২, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ৭১৪৩, সিলসিলাহ্ আস্ সহীহাহ্ ৪৩১, সহীহ আত্ তারগীব ১৯৯৮।

 

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই!

 

হ্যাঁ, প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনারা জান্নাতের আশা করতে পারেন যদি আল্লাহ তায়ালা কবুল করেন এবং প্রশ্নোক্ত ফজিলত আপনারাও পাবেন ইনশাআল্লাহ। তাই আল্লাহ তায়ালার হুকুমের উপর সন্তুষ্ট থাকবেন এবং আল্লাহ তায়ালার কাছে খুব বেশী দুআ করতে থাকবেন

উল্লেখ্য যে, তবে শিরক, কুফরী, কবিরা গোনাহ ইত্যাদি থেকে বেঁচে থাকতে হবে এবং নিয়মিত নামাজ, রোজা ইত্যাদি আদায় করতে হবে এবং আল্লাহ তায়ালার সমস্ত হুকুম মেনে চলার চেষ্টা করতে হবে


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী আব্দুল ওয়াহিদ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)
by
আলহামদুলিল্লাহ ছুম্মা আলহামদুলিল্লাহ! জাযাকুমুল্লাহ আহসানা জাযা।
by (20 points)
প্রিয় উস্তাদ, প্রথম লাইনে একটা বানান ভুল হয়েছে-
সেই সত্তার শপথ, হবে
by (73,530 points)
জাযাকুমুল্লাহ

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...