ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
أنَّ بعضَ الصحابةِ رأى النَّبيَّ صلَّى اللَّهُ عليهِ وسلَّمَ يضحكُ فقال : أضحكَ اللهُ سِنَّك
الراوي : عباس بن مرداس السلمي | المحدث : ابن مفلح | المصدر : الآداب الشرعية | الصفحة أو الرقم : 1/416 | خلاصة حكم المحدث : صحيح
ইবনে হাজার রাহ ফাতহুল বারী কিতাবে বলেন,
এটা হাসির দু'আ নয়। বরং হাসির পর দুঃখ কষ্ট থেকে বাঁচার জন্যই মূলত এই দু'আ বলা হয়ে থাকে।
দু'আটি হল,
أضحكَ اللهُ سِنَّك
আযহাকাল্লাহু সিন্নাকা
অর্থ- আল্লাহ যেন তোমার হাসিকে চিরস্থায়ী করেন।
আপনার এই স্বপ্নের তা'বির এটাই মনে হচ্ছে যে, এই দেশেও একদিন সোনালী যুগ আসবে।যেখানে ইনসাফ থাকবে।ধনী গরীব সবার প্রতি আইন বরাবর হবে।