১. ফেসবুকে বা বিভিন্ন জায়গায় ফানি ভিডিও আসে, যেখানে বিভিন্ন কিছু করে হাসায়। যার মাধ্যে অনেক কাজ ই হারাম, যেমন মিথ্যা বলে হাসানো, বা অভিনয়ে এমন কিছু করে হাসানো যা ইসলাম সমর্থিত না যেমন চুরি, ঠগানো, বিভিন্ন কথা ইত্যাদি এই গুলো দেখে হাসলে কি ইমানে সমস্যা হবে? বা গুনাহ হবে?
২. কেও যদি কারো নাম "আব্দুল্লাহ" জেনে হাসে, এটা ভেবে যে এইরকম নাম এখন কেও রাখে না,বা তথাকথিত স্মার্ট না এই নিয়তে এতে কি কুফর হবে?( কুফর হলে যদি সে এই কাজ কুফর সে সম্পর্কে না জানে তবে কি রায়,?)
৩ বাংলাদেশে যে অবস্থা এখানে শরিয়া আইন চালু করা সম্ভব না,তাই আমি একসময় কমিউনিস্ট পার্টি সাপোর্ট করতাম এই ভেবে যে এটা পুজিবাদ থেকে ভালো হবে। তবে এটাকে ইসলামী পদ্ধতি থেকে সেরা মনে করতাম না। তারপর ধীরে ধীরে সরে আসি। ছাড়ার পর একদিন আমি নিজেকে কমিউনিস্ট ও দাবী করে বলে ছিলাম "কমিউনিস্ট থাইকা সরাসরি পুজিবাদের রক্ষক" এতে কি কাফের হবো?তখন জানতাম না কমিউনিস্ট দাবী করলেও কাফের হওয়ার সম্ভাবনা থাকে , কুফরির বিষয়াদি জানা ছিলো না।
তাছাড়া এটাও জানতাম,সমাজতন্ত্র স্থাপন করা গেলেও কমিউনিজম স্থাপন করা সম্ভব না। আর ওই দাবী করার সময় কি নিয়তে বলেছিলাম তাও মনে নেই,হয়তো পার্টির সাথে নাম যুক্ত থাকায় মজা করে বলেছিলাম।
৪.আমি বাচ্চাদের পড়াই, গনতন্ত্র বা এইসব পড়ানোর সময় বইয়ে লেখা থাকে আমাদের অধিকাংশ মানুষের মতকে গ্রহন করা উচিত, বা ইত্যাদি কথা বার্তা। আমি তো বাচ্চাদের এইগুলো পড়িয়েছি.. হয়তো বিভিন্ন কথা ও বলেছিলাম। তখন তো গনতন্ত্র যে কুফরী তা আমার মাথায় ছিলো না। এতে কি আমি কাফের হয়ে যাবো?