আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
277 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (2 points)
closed by

আসসালামুয়ালাইকুম।মহান আল্লাহ তায়ালা রিযিকের মালিক।আল্লাহ সবার মানে সবার এই জগতের প্রত্যেকটি জীবের আহারের মালিক রিযিকের মালিক সমগ্র কিছুর মালিক। বান্দার রিযিকের দায়িত্ব মহান আল্লাহ তায়ালার।আমরা জানি ঢ়ে হারাম সম্পর্ক করা হারাম। তো সম্মানিত শায়খ আসসালামুয়ালাইকুম।পরম করুণাময় মহান সৃষ্টিকর্তা আপনার এবং আপনার পরিবারের মঙ্গল করবেন ইন শা আল্লাহ।আপনি একটু কষ্ট করে আমার প্রশ্নের উত্তর টা দিয়েন শায়খ। তো আমার প্রশ্নটি হল যে হারাম সম্পর্ক থেকে গার্লফ্রেন্ড যদি চকলেট গিফ্ট করে সেই চকলেট খাওয়া কি হারাম হবে? যেহেতু গার্লফ্রেন্ডা থাকা সম্পূর্ণ হারাম।হয়রত মুহাম্মদ সঃ এটাকে যেহেতু যেনা বলেছেন।তো হুজুর একটু যদি উত্তর টা  দিতেন। অনেক বেশি দোয়া করব আপনার জন্য। জ্বি আসসালামুয়ালাইকুম।আপনার উত্তরের অপেক্ষায় রইল এক যুবক

closed

1 Answer

0 votes
by (61,230 points)
edited by
 
Best answer

 

بسم الله الرحمن الرحيم

জবাব,

ইসলামে বিবাহবিহির্ভূত প্রেম, যৌন সম্পর্ক, আসক্তিমূলক আচরণ, সামাজিকতার নামে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ফাহেশা কথা-বার্তা বা চ্যাটিং সবই হারাম তথা নিষেধ।

যৌন সম্পর্ক, অবৈধ প্রেম-ভালোবাসা তো দূরের কথা, বিবাহবহির্ভূত নারী-পুরুষরা কোমল বা নরম ভাষায় সরাসরি, মোবাইলে কিংবা চ্যাটিংয়ের মাধ্যমে আসক্তিমূলক কথা-বার্তাও বলা যাবে না। এ সম্পর্কে আল্লাহ তাআলা কুরআনে পাকে সুস্পষ্ট ভাষায় ঘোষণা করেছেন-

يَا نِسَاءَ النَّبِيِّ لَسْتُنَّ كَأَحَدٍ مِّنَ النِّسَاءِ ۚ إِنِ اتَّقَيْتُنَّ فَلَا تَخْضَعْنَ بِالْقَوْلِ فَيَطْمَعَ الَّذِي فِي قَلْبِهِ مَرَضٌ وَقُلْنَ قَوْلًا مَّعْرُوفًا

হে নবি পত্নীগণ! তোমরা অন্য নারীদের মতো নও; যদি তোমরা আল্লাহকে ভয় কর, তবে পরপুরুষের সঙ্গে কোমল ও আকর্ষণীয় ভঙ্গিতে কথা বলো না। যার ফলে সে ব্যক্তির কুবাসনা সৃষ্টি হয়, যার অন্তরে আসক্তি আছে। তোমরা উত্তম (সংযত) কথাবার্তা বলো।’ (সুরা আহযাব : আয়াত ৩২)

 

আবার নারী-পুরুষ পরস্পরের প্রতি দৃষ্টি বিনিময়েও রয়েছে সুস্পষ্ট হুকুম। এ প্রসঙ্গে কুরআনে পাকে আল্লাহ তাআলা সুস্পষ্ট নীতিমালা ঘোষণা করেছেন।

 পুরুষদেরকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা ঘোষণা করেন-

قُل لِّلْمُؤْمِنِينَ يَغُضُّوا مِنْ أَبْصَارِهِمْ وَيَحْفَظُوا فُرُوجَهُمْ ۚ ذَٰلِكَ أَزْكَىٰ لَهُمْ ۗ إِنَّ اللَّهَ خَبِيرٌ بِمَا يَصْنَعُونَ

‘(হে রাসুল! আপনি) মুমিনদেরকে বলুন, তারা যেন তাদের দৃষ্টিকে নত রাখে এবং তাদের যৌনাঙ্গের হেফাজত করে। এতে তাদের জন্য খুব পবিত্রতা রয়েছে। নিশ্চয় তারা যা করে আল্লাহ তাআলা সে ব্যাপারে খবর রাখেন।’ (সুরা নুর : আয়াত ৩০)

প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!

গার্লফ্রেন্ডের দেয়া চকলেট না খেয়ে কোন গরীব ব্যক্তিকে সদকা করে দেওয়াই উত্তম । কারণ গার্লফ্রেন্ডের দেয়া কোনো খাবার খেলে বা তার দেওয়া উপহার কাছে থাকলে সেগুলো থেকে তার প্রতি আসক্তি ও ভালোবাসা বৃদ্ধি হবে । যা ইসলামে সম্পূর্ণ হারাম। সুতরাং সেই ভাইয়ের প্রতি পরামর্শ থাকবে পরকালের কথা স্বরণ করে যতদ্রুতু সম্ভব হারাম রিলেশন থেকে নিজেকে মুক্ত করার জন্য আপ্রাণ চেষ্টা করবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী মুজিবুর রহমান
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...