বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
কুরআনে কারীমের আয়াত সংখ্যা নিয়ে মতানৈক্য রয়েছে। এই মতানৈক্যর মূল কারণ হল, আয়াতের সীমানাকে কেন্দ্র করে। কোন আয়াতের সীমানা কতটুকু। এটা কিন্তু রাসূলুল্লাহ সাঃ নির্ধারণ করে যাননি। এটা পরবর্তীতে নির্ধারণ করা হয়েছে।কুরআনে কারীমের সূরায়ে ফাতেহা থেকে সূরা নাস পর্যন্ত বর্তমান মুসহাফে উছমানীতে যতটুকু কুরআন লিপিবদ্ধ রয়েছে।এ সম্পর্কে কারো কোনো দ্বিমত নাই। বরং কোন আয়াতের সীমানা কতটুকু সে বিষয়ে মমতপার্থক্য বিদ্যমান রয়েছে।এজন্য কারো মতে একটি সংখ্যা,আবার কারো মতে এর চেয়েও কম। তবে ৬ হাজার আয়াতের কম নির্ধারণ করা হবে না,এ সম্পর্কে সমস্ত কারী সাহেবগণ একমত।
মিশকাত শরীফে বর্ণিত ২১৩৪ নং হাদীসের ব্যখ্যায় মুল্লা আলী কারী রাহ লিখেন,
وَأَجْمَعُوا عَلَى أَنَّ عَدَدَ آيِ الْقُرْآنِ سِتَّةُ آلَافِ آيَةٍ ثُمَّ اخْتَلَفُوا فِيمَا زَادَ، فَقِيلَ: وَمِائَتَا آيَةٍ وَأَرْبَعُ آيَاتٍ، وَقِيلَ: وَأَرْبَعَ عَشَرَةَ، وَقِيلَ: وَتِسْعَ عَشَرَةَ، وَقِيلَ: وَخَمْسٌ وَعِشْرُونَ، وَقِيلَ: وَسِتٌّ وَثَلَاثُونَ، وَفِي حَدِيثٍ عِنْدَ الدَّيْلَمَيِّ فِي سَنَدِهِ كَذَّابٌ: " «دَرَجُ الْجَنَّةِ عَلَى قَدْرِ آيِ الْقُرْآنِ، بِكُلِّ آيَةٍ دَرَجَةٌ، فَتِلْكَ سِتَّةُ آلَافِ آيَةٍ وَمِائَتَا آيَةٍ وَسِتَّ عَشَرَةَ آيَةٍ، بَيْنَ كُلِّ دَرَجَتَيْنِ مِقْدَارُ مَا بَيْنَ السَّمَاءِ وَالْأَرْضِ» "
সমস্ত উলামায়ে কেরাম ও কারী সাহেবগণ একমত যে, কুরআনে কারীমের আয়াত ৬ হাজার।৬ হাজারের অতিরিক্ত আয়াত সংখ্যা নিয়ে মতপার্থক্য রয়েছে।কেউ বলেন, দুইশত চার, কেউ বলেন,দুইশত ১৪,কোউ বলের,দুইশত উনিশ।কেউ বলেন, দুইশত ২৫,কেউ বলেন,দুইশত ছয়ত্রিশ।ইমাম দায়লামী রাহ কর্তৃক বর্ণিত একটি হাদীসে ৬হাজার দুইশত ষোল আয়াতের কথা রয়েছে।তবে এর সনদে অগ্রহণযোগ্য।
৬৬৬৬ আয়াতের নির্ধােণ কোনো আলেম থেকে পাওয়া যায়না।