ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
আল্লাহ তা'আলা বলেন,
نِسَاؤُكُمْ حَرْثٌ لَّكُمْ فَأْتُوا حَرْثَكُمْ أَنَّىٰ شِئْتُمْ ۖ وَقَدِّمُوا لِأَنفُسِكُمْ ۚ وَاتَّقُوا اللَّهَ وَاعْلَمُوا أَنَّكُم مُّلَاقُوهُ ۗ وَبَشِّرِ الْمُؤْمِنِينَ
তোমাদের স্ত্রীরা হলো তোমাদের জন্য শস্য ক্ষেত্র। তোমরা যেভাবে ইচ্ছা তাদেরকে ব্যবহার কর। আর নিজেদের জন্য আগামী দিনের ব্যবস্থা কর এবং আল্লাহকে ভয় করতে থাক। আর নিশ্চিতভাবে জেনে রাখ যে, আল্লাহর সাথে তোমাদেরকে সাক্ষাত করতেই হবে। আর যারা ঈমান এনেছে তাদেরকে সুসংবাদ জানিয়ে দাও। (সূরা বাকারা-২২৩)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
কুরআনে কারীম এবং হাদীসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া-সাল্লাম' থেকে অসংখ্য দলীল এ মর্মে পাওয়া যায় যে, বিয়ের পর থেকে স্বামী স্ত্রী একসাথেই বসবাস করবে।তাদেরকে কেউই বাধা দিতে পারবে না।বাধা দেয়ার পর উক্ত স্বামী স্ত্রীর কেউ যদি কোনো গোনাহের কাজে লিপ্ত হয়, তাহলে এর দায়ভাড় বাধা প্রদাণকারীদের উপরই আপতিত হবে। হস্তমৈথুনের কোনো সুযোগ নাই।হয়তো স্বামী দ্বিতীয় বিয়ে করবে,অথবা রোযা রাখবে।