আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
167 views
in সাওম (Fasting) by (5 points)
১/ ২ রাকাত নফল নামাযে একসাথে কি ৩ টা নামাযের বেশি নিয়ত করা যায়?  গেলে একসাথে সালাতুত তাওবা,সালাতুল ইস্তিয়াজা, সালাতুশ শুকুর, সালাতুল আওয়াবিন,সালাতুল হাজত এই ৫ নিয়তে 2 রাকাত নামায পরা যাবে কি? আর এভাবে পড়লে কি ১০ রাকাত নামাযের সওয়াব পাওয়া যাবে?
২/ এশার আর যোহরের ২ রাকাত নফল নামাযের সাথে অন্য কোনো নফল নামাযের নিয়ত করা যাবে কি যেমন ( সালাতুল ইস্তিয়াজা,সালাতুল হাজত,সালাতুল শোকর,সালাতুল তাওবা)?

  ৩/এশার 2 রাকাত নফল নামাযের সাথে তাহাজ্জুদ, সালাতুল হাজত আর সালাতুল ইস্তিখারার নামাযের নিয়ত করা যাবে কি)?
৪/ইশরাক আর চাশত এর নামাযের সাথেও কি অন্য নফল নামাযের নিয়ত করা যাবে? গেলে কোন নফল নামায গুলোর নিয়ত করা যাবে?
৪/ গরুর প্রসাব কি পবিত্র?  শরীরে বা কাপরে গরুর প্রসাব লাগলে কি পানি দিয়ে ধুয়ে নিয়ে নামায পরলে নামায হবে? আর শুকিয়ে গেলে না ধুয়ে নামায পরলে কি নামায হবে)?

৫/ মুখে তালাক না বলে কাগজে কলমে ডিভোর্স দিয়ে আবার তাকে বিয়ে করে নিলেই কি বিয়েটা হালাল হবে? অন্য জায়গা কি তাকে বিয়ে করে ইদ্দত পালন করতে হবে না? মুখে তালাক র কাগজ কলমে ডিভোর্স এর মাসায়ালা কি আলাদা?

আমার একজন বান্ধবীর হাসব্যান্ড  রাগারাগি করে কাগজে কলমে ডিভোর্স দিয়ে দেয়। তার কিছুদিন পর আবার তাকে বিয়ে করছে এই বিয়েটা কি হালাল হইছে? তার তো অন্য জায়গা বিয়েও হইনি + ইদ্দত পালন করে নি?

1 Answer

0 votes
by (574,470 points)
edited by
বিসমিল্লাহির রহমানির রহিম।
জবাবঃ-


(০১)
শরীয়তের বিধান হলো এক নফল নামাজে একাধিক নফলের নিয়ত করার দ্বারা সমস্ত নামাজই আদায় হয়ে যায়।
অবশ্য ঐ নফল যদি কোনো ওয়াক্ত বা কাজের সাথে সম্পৃক্ত থাকে,
তাহলে সেটা আদায়ের জন্য উক্ত ওয়াক্ত বা কাজ পাওয়া যাওয়া জরুরি। 
যেমন ইশরাক নামাজের জন্য উক্ত ওয়াক্তেই হতে হবে।
তাহিয়্যাতুল মসজিদের জন্য মসজিদে প্রবেশের পর বসার পূর্বেই আদায় করতে হবে।
(নাজমুল ফাতওয়া ২/২৬৮)

হাদীস শরীফে এসেছেঃ  

الصحیح للبخاری(۲/۱): …… علقمۃ ابن وقاص اللیثی یقول سمعت عمر بن الخطاب رضی اللہ تعالیٰ عنہ علی المنبر یقول سمعت رسول اﷲ ﷺ یقول انما الاعمال بالنیات وانما لامریٔ مانوی۔

‘উমার ইবনুল খাত্ত্বাব (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ নিয়্যাতের উপরই কাজের ফলাফল নির্ভরশীল। মানুষ তার নিয়্যাত অনুযায়ী ফল পাবে।

(বুখারী ১, মুসলিম ১৯০৭, তিরমিযী ১৬৩৭, নাসায়ী ৭৫, আবূ দাঊদ ২২০১, ইবনু মাজাহ্ ৪২২৭, আহমাদ ১৬৯, ৩০২।)

وفی حاشیۃ الطحطاوی علی مراقی الفلاح(صـ۲۱۶): ثم انہ ان جمع بین عبادات الوسائل فی النیۃ صح کمالو اغتسل لجنابۃ وعید وجمعۃ اجتمعت ونال ثواب الکل وکمالو توضا لنوم وبعد غیبۃ وأکل لحم جزور وکذا یصح لونوی نافلتین او اکثر کمالو نوی تحیۃ مسجد وسنۃ وضوء وضحی وکسوف۔

সারমর্মঃ কেহ যদি দুইটি নফল নামাজের নিয়ত করে,তার তার উভই নামাজ আদায় হয়ে যাবে।
কেহ যদি তাহিয়্যাতুল মসজিদ,তাহিয়্যাতুল অযু,সুন্নাত,ইত্যাদি এক সাথে নিয়ত করে,তাহলে সবই আদায় হয়ে যাবে।

মসজিদে ঢুকেই কেহ যদি সুন্নাত নামাজ পড়ে,তাহলে তাহিয়্যাতুল মসজিদ এর নামাজও আদায় হয়ে যাবে।
(নাজমুল ফাতওয়া ২/২৫৫)
,
এক নফল নামাজে একাধিক নফলের নিয়ত করা যায়,  তাহিয়্যাতুল অজু ও সালাতুত তাওবা এক নিয়তে পড়া যাবে। (রদ্দুল মুহতার : ১/৬৩১)

বিস্তারিত জানুনঃ- 
,
★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
২ রাকাত নফল নামাযে একসাথে ৩ টা নফল নামায বা তার চেয়ে বেশি নফল নামাজের নিয়ত করা যায়।
একসাথে সালাতুত তাওবা,সালাতুল ইস্তিখারা, সালাতুশ শুকুর, সালাতুল আওয়াবিন,সালাতুল হাজত এই ৫ নিয়তে 2 রাকাত নফল নামায পরা যাবে।

(উল্লেখ্য, এখানে যেহেতু আওয়াবিন আছে,তাই এই নামাজ মাগরিবের পর আদায় করতে হবে।)

এভাবে পড়লে সব গুলো নামাযের সওয়াব পাওয়া যাবে।

(০২)
হ্যাঁ নিয়ত করা যাবে।

(০৩)
হ্যাঁ নিয়ত করা যাবে।

(০৪)
অন্য যেকোনো নফল নামাজের নিয়ত করতে পারবেন।
যেমন ছলাতুল হাজত,,,,,অযুর পরপরই অঙ্গ শুকিয়ে যাওয়ার আগে পড়লে তাহিয়্যাতুল অযুর নিয়ত,মসজিদে প্রবেশের পর বসার আগেই পড়লে তাহিয়্যাতুল মসজিদেরও নিয়ত করতে পারবেন।

(০৪)
গরুর পেশাব নাপাক।
শরীরে বা কাপড়ে লাগলে পাক না হওয়া ব্যাতিত নামাজ হবেনা।

শুকিয়ে গেলে না ধুয়ে নামাজ আদায় করা যাবেনা।
পাক করতেই হবে।

তবে এটি যেহেতু নাজাসাতে খফিফাহ,তাই কাপড় বা শরীরের যে অংশে নাজাসত লাগবে তার চতুর্থাংশ থেকে কম লাগলে তাহা মাফ হবে।
সেই শরীরে/কাপড়ে নামাজ পড়া যাবে।

আর যদি কাপড় বা শরীরের যে অংশে নাজাসত লাগবে তার চতুর্থাংশ থেকে বেশি লাগে,তাহলে তাহা মাফ হবেনা।
সেই শরীরে/কাপড়ে নামাজ পড়া যাবেনা।

বিস্তারিত জানুনঃ- 

(০৫)
মুখে তালাক আর কাগজ কলমে ডিভোর্স এর মাসায়ালা একই।
কোনো পার্থক্য নেই।
,
সুতরাং এক্ষেত্রে কাগজ কলমে ডিভোর্স যে তালাক দিয়েছে,সেই কয় তালাক লেখা ছিলো?

যদি তিন তালাক লেখা থাকে,তাহলে ইদ্দতের পর শরয়ী হালালাহ (অন্যত্রে বিবাহ ও সেখানে ঘর সংসার, এমনকি সহবাসও হতে হবে,তারপর যদি সেই ২য় স্বামী তালাক দেয়) অতঃপর পুনরায় ইদ্দত পালন ব্যাতিত ঐ স্ত্রীকে বিবাহ করা কোনোভাবেই জায়েজ হবেনা। 
যেনার সংসার হবে।
,
ডিভোর্স পেপারে যদি এক/দুই তালাক লেখা থাকে,বা কোনো সংখ্যা লেখা না থাকে,তাহলে সেই স্ত্রীকে পুনরায় ফিরিয়ে নেয়া যাবে।
ইদ্দত পালন করতে হবেনা। 


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...