যদি কোনো স্বামী স্ত্রীকে ১তালাক দেয়,,,তারপর মাফ চেয়ে সাথে সাথে বউকে ফিরিয়ে নিয়ে মিলে যায়,,,এরপর দেখা গেলো কয়েকমাস পর আবার ঝগড়া হলো উনি রাগের মাথায় ভুলে আবারও এক তালাক দিয়ে দিল,আবারও মাফ চেয়ে মিলে গেলো তখনই বউকে আবারও ফিরিয়ে নিল,,,এরপর আবারও কয়েক মাস পর ১তালাক দিয়ে দিল,এখন আবার মিলতে চায় ফিরিয়ে নিতে চায় সাথে সাথেই।।
এখন আমার প্রশ্ন হলো,এখন কয় তালাক হলো শরিয়তের দৃষ্টিতে???এখন কি বউ ফিরে যেতে পারবে আর উনারা এখন আবার আগের মত সংসার করতে পারবেন??