এক ভাইয়ের প্রশ্ন
সম্মানিত শায়েখ,
১. আমি দ্বীনের জরুরী বিষয় গুলো মোটামুটি জানি। দেশে চাকরীর চেষ্টা সেভাবে করা হয় নি, কেননা স্নাতক পাশ করেই আমেরিকায় উচ্চ শিক্ষার জন্য যাওয়ার নিয়ত ছিল। তবে দেশে চেষ্টা করলে রিজিকের ব্যবস্থা হয়ত হয়ে যেত। আমার ঈমানের অবস্থা খুবই খারাপ এখন। পড়ানো শেষ করে মুসলিম দেশে থাকার নিয়ত আছে। আমি কি গুনাহগার হচ্ছি? আমি ফরজ ইবাদত গুলো করার চেষ্টা করি।
২. দ্বীনের জ্ঞান কম/ পুরোপুরি ইসলাম পালন করে না এরকম কয়েকজনকে আমি নিজে থেকেই কাফির দেশে উচ্চ শিক্ষার জন্য সাহায্য করেছি। এখানে আসার সুযোগ পাওয়া থেকে শুরু করে আমি যতটুকু যা জানতাম, নিজে থেকে জানিয়ে সাহায্য করেছি। এতে কি আমি অন্যায় করেছি?
৩. আমার বাইরে পড়তে আসা দেখে অনেকেই এটাতে আগ্রহী হচ্ছে। আমি যেহেতু খাবার দাবার, সুন্দর জায়গার ছবি দিই ফেছবুকে। এখন আমার সাহায্য নিয়ে ইসলাম তেমন মানে না এরকম কেউ যদি এদেশে এসে স্থানীভাবে থাকার নিয়ত করে, আমি জেনেও তাকে যথাযথ সাহায্য করি, তাহলে কি গুনাহগার হব?