ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ
মহান আল্লাহ তায়ালা ইরশাদ করেনঃ
اَلَّذِیۡنَ یَتَّبِعُوۡنَ الرَّسُوۡلَ النَّبِیَّ الۡاُمِّیَّ
الَّذِیۡ یَجِدُوۡنَہٗ مَکۡتُوۡبًا عِنۡدَہُمۡ فِی التَّوۡرٰىۃِ وَ الۡاِنۡجِیۡلِ ۫
یَاۡمُرُہُمۡ بِالۡمَعۡرُوۡفِ وَ یَنۡہٰہُمۡ عَنِ الۡمُنۡکَرِ وَ یُحِلُّ لَہُمُ
الطَّیِّبٰتِ وَ یُحَرِّمُ عَلَیۡہِمُ الۡخَبٰٓئِثَ وَ یَضَعُ عَنۡہُمۡ اِصۡرَہُمۡ
وَ الۡاَغۡلٰلَ الَّتِیۡ کَانَتۡ عَلَیۡہِمۡ ؕ فَالَّذِیۡنَ اٰمَنُوۡا بِہٖ وَ
عَزَّرُوۡہُ وَ نَصَرُوۡہُ وَ اتَّبَعُوا النُّوۡرَ الَّذِیۡۤ اُنۡزِلَ مَعَہٗۤ ۙ
اُولٰٓئِکَ ہُمُ الۡمُفۡلِحُوۡنَ ﴿۱۵۷﴾
“(এরা তো তারাই)
যারা সেই রাসূল ও নিরক্ষর নবীর অনুসরণ করে যার কথা তারা তাদের তাওরাত ও ইনজীলে
লিখিত পাচ্ছে। তিনি তাদেরকে ভালকাজ করার আদেশ দেন ও মন্দকাজ করতে নিষেধ করেন, তাদের জন্য ভাল জিনিসকে বৈধ ও খারাপ
জিনিসকে অবৈধ ঘোষণা করেন।” [সূরা আরাফ, আয়াত: ১৫৭]
আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম
বলেছেন: “যদি কোন মাছি তোমাদের কারো পানীয়তে পড়ে সে যেন মাছিটিকে এর ভেতরে ডুবিয়ে
দেয়; অতঃপর উঠিয়ে ফেলে
দেয়। কারণ মাছির এক ডানায় রয়েছে রোগ; অন্য ডানায় রয়েছে নিরাময়ক।”[সহিহ বুখারী (৩৩২০)]
★ সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী বোন!
১. ঘর সাজানো ও ঘরের সৌন্দর্য বৃদ্ধির জন্য রঙ তুলি দিয়ে কিছু হালকা পাতলা আকা বা
কারুকার্য করা এটা নাজায়েজ বা হারাম নয়। বরং জায়েজ আছে। তবে যেনো ইছরাফ তথা
অতিরিক্ত ব্যায় যেনো না হয়, সেদিকে খেয়াল রাখা চাই।
আরো বিস্তারিত জানুন- https://ifatwa.info/17479/
২. তেলাপোকা নাপাক নয় যদি তেলাপোকার শরীরে
বাহ্যিক কোনো নাপাকি না থাকে। তাই তেলাপোকা কোনো কিছুতে মুখ দিলে তা খাওয়া জায়েজ
আছে। তবে যেহেতু তেলাপোকার শরীরে জীবাণু থাকার সম্ভবনা রয়েছে তাই সতর্কতা মূলক এমন
কোনো তরল খাবার না খাওয়াই উত্তম যেখানে তেলাপোকা মুখ দিয়েছে বা পড়েছে। তবে শুকনা
খাবার হলে তেলাপোকা মুখ দেওয়ার স্থান থেকে হালকা ভেঙ্গে ফেলে দিয়ে খেতে কোনো
সমস্যা নেই। আরো জানুন- https://ifatwa.info/34004/
তেলাপোকার বিষ্ঠা সম্পর্কে
জানুন- https://ifatwa.info/18133/
৩. প্রশ্নোক্ত ক্ষেত্রে ঐ
শুকনো খাবার খেতে কোনো সমস্যা নেই।
৪. নাপাকি পড়া না দেখলে বা নাপাকির চিহ্ন
দেখতে না পেলে তাহলে তো বুঝার কোনো উপায় নেই। আর এই ক্ষেত্রে ঐ খাবার নাপাক বলা
যাবে না। তাই আপনি কোনো খাবারে নাপাকি পড়া না দেখেন বা নাপাকির চিহ্ন দেখতে না পান
তাহলে ঐ খাবার খেতে কোনো সমস্যা নেই।
৫. আপনি মিথ্যা না বলে
তাওরিয়াহ করে বলতে পারেন। এভাবে যে, আমি খাবার খাবো আমাকে এতো টাকা দেন বা আমার
অমক খাবার খাওয়ার ইচ্ছা। তো এত টাকা মত লাগতে পারে। তা আমাকে দেন। অত:পর আপনি তা
থেকে বাচিয়ে অন্যন্য কাজ করতে পারবেন। তাওরিয়াহ সম্পর্কে জানুন- https://ifatwa.info/54106/
৬. থালা বাসনে কোনো নাপাকি
না থাকলে ঐ থালা বাসন ধোয়া পানির ছিটা নাপাক নয়।
৭-৮.
না, মৃত
ব্যক্তির কোনো অঙ্গ স্মৃতিসরূপ নিজের কাছে রাখা যাবে না। তাই প্রশ্নোক্ত ক্ষেত্রে
ঐ চুলগুলো মাটিতে পুতে ফেলবেন।