আসসালামু-আলাইকুম,
আমি কিছু প্রশ্ন করবো, আশা করি উত্তর দিবেন,
আমারা দেখতে পাই অনেক মহিলাই বাহিরে গেলে সম্পূর্ণ পর্দা করে যায়,, কিন্তু সে তার মাহরাম দের সামনে খুবই বাঝে ভাবে চলা-ফেরা করে
বাবা হোক কিংবা আপন ভাই বা চাচা/মামা
তাদের সামনে চলে যায়
*বুকে ওর্না না নিয়ে , পিঠ খোলা থাকে হাত খোলা থাকে,
এমনকি গলা বুকো উদাম থাকে,
কিছু বললে তারা উত্তরে বলে উনারাতো আমার মাহরাম,,
১,,
হুজুর আমি জানতে চাই তাদের সামনে পর্দার সিথিলতা থাকলেও আসলে কতটুকু,,?
এই ফেত্নার যুগে মাহরাম দেরো বিশ্বাস করা যায়না,,
তাহলে মাহরাম দের সামনে কিভাবে চলবে,?
২,, পরিচয় দিচ্ছি না তবে ঘটনাটা সত্য,
এক বোন এর মাহরাম রা মাঝে মাঝে তার বুকের দিকে কু-নজরেও তাকিয়ে থাকে ,,, চোখ পড়লে সরায় না,, তারা দিন ধর্মের কিছুই বুঝে না,,
তাহলে আমার ২য় প্রশ্ন হলো,, কোন মাহরাম পুরুষ যদি তার মাহরাম নারীর দিকে,, খারাপ দৃষটিতে তাকায় তাহলে কি সে আর মাহরাম বলে গন্য হবে,,? এ ক্ষেত্রে ওইসব মাহরাম দের সাথে পর্দার বিধান কি হবে,,?