জবাব
বিসমিল্লাহির রহমানির রহিম
নামায সহিহ হওয়ার জন্য শরীর, স্থান ও পোশাক সম্পূর্ণ পাক হওয়া জরুরি।
আল্লাহ তাআলা বলেন,
وَثِيَابَكَ فَطَهِّرْ
আপন পোশাক পবিত্র করুন।
(সূরা মুদ্দাসসির ৪)
,
وَلَوْ صَلَّى وَفِي كُمِّهِ قَارُورَةٌ مَضْمُومَةٌ فِيهَا بَوْلٌ لَمْ تَجُزْ صَلَاتُهُ
কোনো ব্যক্তি যদি পেশাবের শিশি জামার আস্তিনে রেখে নামায পড়ে তার নামায জায়েয হবে না।
(আল-বাহরুর রায়েক (১/৩৬৭)
الِاحْتِيَاطَ لِلصَّلَاةِ وَاجِبٌ ، وَلَيْسَ الْمَرْءُ عَلَى يَقِينٍ مِنْ أَدَائِهَا إِلَّا فِي ثَوْبٍ طَاهِرٍ ، وَبَدَنٍ طَاهِرٍ مِنَ النَّجَاسَةِ ، وَمَوْضِعٍ طَاهِرٍ عَلَى حُدُودِهَا ، فَلْيَنْظُرِ الْمُؤْمِنُ لِنَفْسِهِ وَيَجْتَهِدْ
নামাযের ক্ষেত্রে সতর্কতা ওয়াজিব। নাপাকি থেকে পবিত্র পোশাকে, পবিত্র দেহে এবং পবিত্র স্থানে নামায আদায় না করলে নামায আদায় হওয়ার নিশ্চয়তা নেই। সুতরাং মুমিন ব্যক্তি এব্যাপারে পরিপূর্ণ সতর্ক থাকার চেষ্টা করবে। ( আত-তামহীদ ২২/২৪১)
★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই,
প্রশ্নে উল্লেখিত ছুরতে যদি সেই ব্যাগের ভিতর নাপাক কিছু না থাকে,তাহলে নামাজ হয়ে যাবে।
নামাজের সমস্যা হবেনা।