আমি কিছুদিন আগে একটি ভিডিওতে দেখলাম একজন আলেম বলছেন দুনিয়াবি কোনো ফায়দার জন্য কাফেরদের ভূমিতে থাকা,খাওয়া,অবস্থান করা যাবে না।
এব্যাপারে নাকি জাস্টিস তাকি উসমানী হাফিজাহুল্লাহ একটি বইও লিখেছেন।
আমি জানতে চাচ্ছি কথাটি কতটুকু সত্য।আর আমাদের দেশের যেসকল ভাই বোনেরা ইউরোপ পড়ালেখা করার জন্য বা কাজের জন্য অথবা থাকার জন্য জান সেটি কি জায়েজ নয়?
আসলে পড়ার জন্য গেলেও দেখা যায় পরবর্তীতে সবাই সেখনেই স্থায়ী বসবাস করা শুরু করে দেয়।
আর আমাদের দেশে যে ইউরোপের পাত্র পাত্রীদের সাথে বিয়ে দেওয়া হয় সেটা কতটুকু জায়েয।কারণ দেখা যায় ইউরোপের পাত্রপাত্রী বিয়ে করার পিছনে সবারই মনে বিদেশ যাওয়া এবং টাকা পয়সার লোভ থাকে।