বিসমিল্লাহির রহমানির রহিম।
জবাবঃ-
বিনা ওযরে স্বামী থেকে তালাক চাওয়া মারাত্মক অপরাধ।
তাই ইহা হতে বেঁচে থাকতে হবে।
হাদীস শরীফে এসেছেঃ-
عَنْ ثَوْبَانَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَيُّمَا امْرَأَةٍ سَأَلَتْ زَوْجَهَا طَلَاقًا فِي غَيْرِ مَا بَأْسٍ فَحَرَامٌ عَلَيْهَا رَائِحَةُ الْجَنَّةِ»
সাওবান (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে রমণী বিনা কারণে স্বামীর নিকট তালাক চায়, সে জান্নাতের গন্ধও পাবে না।
(সহীহ : আবূ দাঊদ ২২২৬, তিরমিযী ১১৮৭, ইবনু মাজাহ ২৫০০, দারিমী ১৩১৬, আহমাদ ২২৪৪০, ইরওয়া ২০৩৫, সহীহ আল জামি‘ ২৭০৬, সহীহ আত্ তারগীব ২০১৮।)
★প্রিয় প্রশ্নকারী দ্বীনি বোন,
(০১)
তার প্রশ্নে উল্লেখিত কথায় তালাকের আবেদন বুঝায়না।
(০২)
স্বামী এখানে তালাকের নিয়ত না করলে তালাক হবেনা।
(০৩)
যেহেতু প্রশ্নোক্ত ছুরত গুলোতে তালাকই হয়নি,সুতরাং তালাকের সংখ্যার প্রশ্নই উঠেনা।
(০৪)
নিশ্চিত না হলে শুধুমাত্র সন্দেহের তালাক হবেনা।
(০৫)
নিয়ত ছাড়া এক্ষেত্রে তালাক হবেনা,এটি তালাকের আবেদন বুঝায়না।
(০৬)
প্রশ্নের বিবরণ মতে এক্ষেত্রে তারা একসাথে ঘর সংসার করতে পারবে পারবে।