বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
সম্ভবত আপনি স্কুলের হোমওয়ার্ক বা পরীক্ষার প্রেক্টিক্যাল খাতা এঁকে দেয়া নিয়ে প্রশ্ন করছেন।
এটাও নকলের এক প্রকার।তাতে ধোঁকা দেয়া বিদ্যমান থাকায় এটাও পরীক্ষায় নকলের মত অবৈধ হিসেবে গণ্য হবে।
পরীক্ষায় নকল করার বিধান জানতে ক্লিক করুন। 539
কুরআনে কারীমে আল্লাহ তা'আলা ঘোষণা দিয়েছেন,
ﻭَﺗَﻌَﺎﻭَﻧُﻮﺍْ ﻋَﻠَﻰ ﺍﻟْﺒﺮِّ ﻭَﺍﻟﺘَّﻘْﻮَﻯ ﻭَﻻَ ﺗَﻌَﺎﻭَﻧُﻮﺍْ ﻋَﻠَﻰ ﺍﻹِﺛْﻢِ ﻭَﺍﻟْﻌُﺪْﻭَﺍﻥِ ﻭَﺍﺗَّﻘُﻮﺍْ ﺍﻟﻠّﻪَ ﺇِﻥَّ ﺍﻟﻠّﻪَ ﺷَﺪِﻳﺪُ ﺍﻟْﻌِﻘَﺎﺏِ
তরজমাঃসৎকর্ম ও খোদাভীতিতে একে অন্যের সাহায্য কর। পাপ ও সীমালঙ্ঘনের ব্যাপারে একে অন্যের সহায়তা করো না। আল্লাহকে ভয় কর। নিশ্চয় আল্লাহ তা’আলা কঠোর শাস্তিদাতা।(সূরা মায়েদা-২)
সুতরাং কারো জন্য এরকম পেশায় জড়িত থাকা জায়েয হবে না,যেখানে সরাসরি গোনাহের কাজে সহযোগিতা করা হয়।