ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
প্রথমে একটি মূলনীতি জেনে রাখুন,
কবিরা গোনাহ করলে কেউ কাফির হয় না।বিস্তারিত জানুন-https://www.ifatwa.info/2260
কবিরা গোনাহ করলে কি মানুষ মুসলমান থাকবে? এ সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন- https://www.ifatwa.info/1786
সে সমস্ত হাদীসে কবিরা গোনাহ করলে কাফির হওয়ার কথা বর্ণিত রয়েছে,সে সব হাদীসের ব্যখ্যা জানতে ভিজিট করুন-https://www.ifatwa.info/779
আহলে সুন্নত ওয়াল জামাতের বড় দশটি আকিদার একটি আকিদা হল,মানুষ কবিরা গোনাহে লিপ্ত হলে সে গোনাহগার হবে তবে কাফির হবে না।বিস্তারিত জানুন-https://www.ifatwa.info/1402
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
১।কেউ যদি যেনে শুনে বুঝে আল্লাহ ছাড়া অন্য কাউকে সন্তুষ্টু করার জন্য বা প্রশংসা পাওয়ার জন্য মুসাফা করে তাহলে এটা অনুচিত কাজ বলে বিবেচিত হবে।সাথে সাথে তার জন্য উচিৎ উক্ত কাজ থেকে নিজেকে বিরত রাখা।তবে এজন্য তার ইমান চলে যাবে না।
২।বন্ধুদের সাথে কথা বলার সময় কোন একটা মজার কথায় মাঝে মধ্যে মুসাফাহা করে নিলে ঈমানে কোনো সমস্যা হবে না।
৩।অমুসলিম যদি মুসাফা করার জন্য হাত এগিয়ে দেয়,এবং কোনো মুসলমান মুসাফা করে, তাহলে এতেকরেও ঈমানে কোনো সমস্যা হবে না।
৪।অমুসলিম যদি মুসাফা করার জন্য হাত এগিয়ে দেয়, তাহলে একজন মুসলমানের জন্য মুসাফাহা করা নাজায়েয হবে না। কোনো অমুসলিমকে অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করা যাবে না।