এখন আমি পড়াশোনা ছেড়েও দিতে পারছিনা, আবার করতেও ইচ্ছে করছেনা। এখানে একটা বিষয় বলে নেওয়া ভালো, ভার্সিটিতে আমার তৃতীয় বর্ষ চলে, প্রথম বর্ষের ফলাফল মোটামুটি ভালো হলেও দ্বিতীয় বর্ষের ফলাফল একদম ই খারাপ বলা চলে। আর এটা হয়েছে, সহশিক্ষা নিয়ে অনেক বেশি ভাবতে ভাবতে, রেজাল্ট খারাপ করে আমার যে খুব বেশি মন খারাপ হয়েছ তা নয়। তবে অন্যান্যদের ভালো ফলাফল এর কথা শুনে নিজের জন্য খারাপ লাগে। এখানে আমার প্রশ্ন ২ টা, একটা হলো এমন পরিস্থিতিতে আমার কি করণীয়? আমি কি আগের মতো ভালো করে পড়াশোনা চালিয়ে যাবো? এতে করে কি দুনিয়ার প্রতি বেশি ঝুঁকে গেলাম আমি?
২য় প্রশ্ন, অনেকে বলে দ্বীনে ফিরে সেইরকম রকম রেজাল্ট করে সবাইকে দেখিয়ে দিতে হবে, আমার দ্বীন আমার মেধা কেড়ে নেয় নাই, এমন ধারণা নিজের মধ্যে লালন করা কি ভুল না সঠিক?